এইদিন ওয়েবডেস্ক,বাগপত,২৩ জুলাই : নিজের পরিবার ও সমাজের যাবতীয় বাধা উপেক্ষা করে বিগত ৫ বছর ধরে শ্রাবণ মাসে নিষ্ঠার সঙ্গে মহাদেবের জলাভিষেক করে আসছেন উত্তরপ্রদেশের বাগপতের বাবু খান । এবছরেও তিনি কানওয়ার বা বাঁক যাত্রায় (Kanwar Yatra) অংশ নিয়েছিলেন । অসংখ্য শ্রদ্ধালুর সঙ্গে তিনিও বাঁক কাঁধে নিয়ে উত্তরাখণ্ডের হরিদ্বারে গঙ্গায় স্নানের পর কলসে গঙ্গাজল সংগ্রহ করে শিবলিঙ্গের মাথায় ঢালেন ।
কিন্তু শিবের মাথায় জল ঢালার জন্য কম প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়নি পেশায় ট্রাক চালক বাবু খানকে । সর্বভারতীয় সংবাদ মাধ্যম দৈনিক ভাস্করের প্রতিনিধির সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ‘২০১৮ সালের এই সময়ে দিল্লির আজাদপুর মান্ডি থেকে একটি ট্রাক নিয়ে যাওয়ার সময় উত্তরপ্রদেশের কৈরানা পুলিশ পোস্টের কাছে জ্যামে আটকে যাই । তারপর দেখি হাজার হাজার কানওয়ারিয়া এগিয়ে আসছে । আর তখন ট্রাকে বসে বসে আমি ভাবতে থাকি আমি যদি কানওয়ারিয়া হতাম তাহলে এইভাবে বাঁক নিয়ে সকলের সঙ্গে যেতাম । তখনই শিবের মাথায় জল ঢালার পরিকল্পনা করে ফেলি ।’
কিন্তু শুরুর বছরেই পরিবার ও সমাজের বাধার মুখে পড়তে হয় বাবু খানকে । তিনি বলেন, ‘২০১৮ সালে আমি যখন প্রথমবার কানওয়ারের সঙ্গে গিয়েছিলাম, তখন বাড়িতে অনেক ঝগড়া হয়েছিল । কিন্তু কোনও রকমে পরিবারকে বোঝাতে সক্ষম হয়েছিলাম । ওই বছর মহাদেবের জলাভিষেক করার পর, পরের দিন সকাল ৫ টায় আমি মসজিদে নামাজ পড়তে গেলে আমায় বের করে দেওয়া হয় ।’ বাবু খান জানান, ঘটনার পর তিনি থানায় অভিযোগ দায়ের করেন । যারা তাঁকে মসজিদ থেকে বের করে দিয়েছিল তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করেছিল পুলিশ । অনেককে জেল হাজতেও পাঠানো হয়েছিল । বাবু খান বলেন, ‘আমি ইসলাম ত্যাগ করিনি, আমি শুধু কানওয়ার যাত্রাকে পছন্দ করি । তাই প্রতি বছর কানওয়ার নিয়ে হরিদ্বারে আসি ।’।
ছবি : ভিডিও থেকে স্ক্রীন শর্ট নেওয়া ।