এইদিন ওয়েবডেস্ক,মালদা,২১ জানুয়ারী : বাপের বাড়ি থেকে এক লক্ষ টাকা না আনায় এক গৃহবধু ও তাঁর স্বামীকে হাসুয়া দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল । ঘটনাটি ঘটেছে মালদা জেলার মোথাবাড়ি থানার প্রতাপপুরের নামুমুনসি টোলা এলাকায় । আক্রান্ত গৃহবধূ সাবনাম পারভীন তাঁর শাশুড়ি ও তিন ননদের বিরুদ্ধে মোথাবাড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
জানা গেছে,সাবনাম পারভীনের স্বামী হায়াত সেখ চাষবাস করেন । বছর খানেক আগে তাঁদের বিয়ে হয় । সাবনাম পারভীনের অভিযোগ, বিয়েতে যৌতুক হিসাবে ৪০ হাজার টাকা দেওয়া হয়। কিন্তু বিয়ের পর থেকেই বাপের বাড়ি থেকে আরও এক লক্ষ টাকা অথবা মোটর বাইক নিয়ে আসার জন্য চাপ দিত তার শাশুড়ি আয়েশা বেওয়া এবং তিন ননদ । কিন্তু অত টাকা দিতে পারেননি আমার বাবা । সেই কারনে আমাকে ও আমার স্বামীর ওপর অত্যাচার করা হত । গত শনিবার শাশুড়ি এবং তিন ননদ হাসুয়া ও রড় নিয়ে আমাদের উপর চড়াও হয় । তারপর আমাদের এলোপাথাড়ি মারধর করে । আমি মাথায় গুরুতর আঘাত পাই । স্বামীরও চোট লাগে । তারপর প্রতিবেশীরা আমাদের উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করে । এনিয়ে থানায় অভিযোগ জানিয়েছি ।’।
যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছেন সাবনাম পারভীনের শাশুড়ি ও ননদরা । পুলিশ জানিয়েছে, ঘটনা খতিয়ে দেখা হচ্ছে ।।