শেখ মিলন,ভাতাড়(পূর্ব বর্ধমান), ২২ জানুয়ারী : বিয়ের চার দিনের মাথাতে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমানের ভাতার থানার বড়বেলুন গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম পবন দাস(৩৭) । পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে । ওই যুবক ঠিক কি কারনে আত্মঘাতী হয়েছেন তা জানা যায়নি । তবে মৃতের পরিবারের দাবি মানসিক অবসাদের জেরেই আত্মঘাতী হয়েছে পবন দাস ।
পরিবার সূত্রে জানা গেছে, ভাতারের বড়বেলুন গ্রামের বাসিন্দা পবন দাস পেশায় লরি চালক । বছর দশেক আগে তাঁর একবার বিয়ে হয়েছিল । কিন্তু বিয়ের কয়েকদিন পরেই স্ত্রী তাঁকে ছেড়ে চলে যায় । এতদিন একাই ছিল পবন । এরপর দিন চারেক আগে ফের তিনি দ্বিতীয় বিবাহ করেন । দ্বিতীয় পক্ষের স্ত্রীর বাপের বাড়ি মঙ্গলকোটের মাঝিগ্রাম এলাকায় বলে জানা গেছে ।
কিন্তু গত বৃহস্পতিবার সকাল প্রায় দশটা নাগাদ বড়বেলুন গ্রামের মাঠের মধ্যে একটি গাছ থেকে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান গ্রামবাসীরা । খবর পেয়ে ভাতাড় থানার পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে নিয়ে যায় । এদিন ময়নাতদন্তের জন্য মৃতদেহটি বর্ধমানে পাঠানো হয়েছে ।পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রজু করে ঘটনার তদন্ত শুরু করেছে ।।