এইদিন ওয়েবডেস্ক,চট্টগ্রাম,১৩ জানুয়ারী : নিজ ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করা মেয়েকে আইনত “ত্যাজ্য” ঘোষণা করলেন বাংলাদেশের চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বাসিন্দা শিপ্রা শীল নামে এক মহিলা । গত ০৬/০১/২০২৬ ইং তারিখে চট্টগ্রাম কোর্টহিলে সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট/নোটারী পাবলিকের কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি হলফনামার মাধ্যমে এই ঘোষণা করেন ।
জানা গেছে,রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া গ্রামের শীল পাড়ার বাসিন্দা শিপ্রা শীল ও নিটু শীলের কন্যা জেমি শীল কেয়া গত ০৫/১২/২০২৫ ইং তারিখে স্বেচ্ছায় মুসলিম প্রেমিকের হাত ধরে বাড়ি থেকে পালিয়ে যায় । পরে জেমি ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম পরিবর্তন করে ‘মুনতাহা জান্নাত’ রাখেন এবং প্রেমিক ইশতিয়াক কবির ইমরানকে বিবাহ করেন।
এদিকে মেয়ের এমন কর্মকাণ্ডে পরিবারের ধর্মীয় ভাবমূর্তি ও সামাজিক মান-সম্মান ক্ষুণ্ণ হয়েছে উল্লেখ করে মা শিপ্রা শীল ৬৬৩/২০২৬ নং হলফনামা মূলে কন্যাকে ত্যাজ্য ঘোষণা করেন। হলফনামায় স্পষ্টভাবে উল্লেখ করা হয় যে, ‘অদ্য হতে কন্যার সাথে পরিবারের আর কোনো সম্পর্ক রইল না এবং ভবিষ্যতে সে পরিবারের কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তির মালিকানা বা উত্তরাধিকার দাবি করতে পারবে না’ ।।

