এইদিন ওয়েবডেস্ক,রাজশাহী,১৮ ডিসেম্বর : বাংলাদেশের ঢাকার পর রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করছে জিহাদিরা৷ জুলাইয়ে জিহাদি অভ্যুত্থানের সময় গঠন করা “ইনকিলাব মঞ্চ” নামে একটি উগ্র ইসলামি সংগঠনের জিহাদির দল বিক্ষোভ দেখায়৷ আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর ভদ্রা এলাকায় ভারতীয় সহকারী হাইকমিশনারের কার্যালয়ের সামনে এই বিক্ষোভ দেখানো হয় । নেতৃত্ব দেয় ওই গোষ্ঠীর মুখপাত্র ওসমান হাদির হামলাকারী ও শেখ হাসিনাসহ “আওয়ামী লীগের সব খুনিদের” দেশে ফিরিয়ে দেওয়া এবং “ভারতীয় আধিপত্যবাদের প্রতিবাদে” এই বিক্ষোভ কর্মসূচি করে৷
বিক্ষোভকারীরা দাবি করে, হাদির ওপর হামলাকারীরা ভারতে আত্নগোপন করছে। ভারত তাদের সরাসরি মদদ দিচ্ছে। একইভাবে জুলাইয়ে উগ্রপন্থীদের হত্যাকারীরও সরাসরি মদদদাতা ভারত। আওয়ামী লীগের দোসররা ভারতের সহযোগিতায় আরও ভয়ংকর হয়ে উঠছে। দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। পর্যায়ক্রমে আরও জুলাই কথিত যোদ্ধাদের হত্যার পরিকল্পনা করছে বলে উল্লেখ করেন বিক্ষোভকারীরা।
‘অবিলম্বে হত্যাকারীদের ফিরিয়ে দেওয়াসহ ভারতের দাদাগিরি বন্ধ না করলে জুলাই যোদ্ধাদের এই আন্দোলন অব্যাহত থাকবে’ বলে হুঁশিয়ারি দেয় বিক্ষোভকারীরা। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানায় তারা । এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ভারতীয় সহকারী হাইকমিশনারের কার্যালয়ের সামনে বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়ন করা হয়েছে ।।

