এইদিন ওয়েবডেস্ক,লালমনিরহাট,০৬ নভেম্বর : মুসলিম প্রেমিকের হাত ধরে পালিয়ে ধর্মান্তরিত ও নিকাহ করেছে মেয়ে৷ সেই হারনে পারিবারিক সম্মান রক্ষার্থে আইনত তাকে “ত্যাজ্য কন্যা” করলেন বাবা৷ বাংলাদেশের লালমনিরহাট সদর উপজেলার রামরাম গ্রামের ঘটনা । হতভাগ্য বাবা বিমল চন্দ্র মোহন্ত রংপুর নোটারী পাবলিকের কার্যালয়ে গত ৩ নভেম্বর এফিডেভিট করে তার মেয়ে তন্দ্রা রানী মোহন্তকে “ত্যাজ্য কন্যা” করেছেন ।
এফিডেভিটে তিনি জানিয়েছেন, তিনি মৃত বিষ্ণু চরন মোহন্ত ও মৃত অঞ্জলী ময়ী মোহন্তের পুত্র। তাঁর একমাত্র কন্যা তন্দ্রা রানী মোহন্ত (জন্ম ৪ ডিসেম্বর ২০০২) – যার ভবিষ্যৎ চিন্তা করে তিনি ১৯ সেপ্টেম্বর ২০২৫ সালে গাইবান্ধা জেলার দক্ষিণ মন্দুয়ার গ্রামের কৌশিক কুমার মোহন্তের সঙ্গে আইনানুগভাবে বিবাহ রেজিস্ট্রি সম্পন্ন করেছিলেন। পরবর্তীতে সামাজিক অনুষ্ঠান করে বিবাহ সম্পন্ন করারও প্রস্তুতি চলছিল।
কিন্তু পারিবারিক পরিকল্পনার বাইরে গিয়ে তন্দ্রা রানী মোহন্ত নিজ ইচ্ছায় এক বিধর্মী যুবকের সঙ্গে পালিয়ে যায়। জানা যায়, ২৯ অক্টোবর ২০২৫ তারিখে সে তার বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় এবং পরবর্তীতে জানা যায় যে, সে ধর্মান্তরিত হয়ে সেই মুসলিম যুবকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছে।
ঘটনার পর শ্রী বিমল চন্দ্র মোহন্তের পরিবার মারাত্মক সামাজিক অপমানে পড়ে। সমাজের সামনে মুখ দেখানো কঠিন হয়ে পড়ে তাঁদের জন্য। এই প্রেক্ষাপটে তিনি ঘোষণা করেন“আমি আমার কন্যা তন্দ্রা রানী মোহন্তকে অদ্য তারিখ হইতে ত্যাজ্য কন্যা ঘোষণা করিতেছি। সে আজকের পর থেকে আমায় পিতা হিসাবে কোনো দাবি করিতে পারিবে না, আমিও তাহাকে কন্যা হিসাবে স্বীকৃতি দিচ্ছি না। তাহার সকল কর্মের দায়ভার সম্পূর্ণভাবে তাহার নিজের। আমি পিতা হিসাবে কোনো দায়িত্ব গ্রহণ করিব না।’ পাশাপাশি তার স্থাবর অস্থাবর সম্পত্তির উপর তার “ত্যাজ্য কন্যা” কোনো দাবি করলে আদালতে গ্রাহ্য হবে না বলেও জানিয়েছেন তিনি ।
এই ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই বিমল চন্দ্র মোহন্তের সিদ্ধান্তকে ধর্ম ও পরিবারের সম্মান রক্ষায় দৃঢ় অবস্থান হিসেবে স্বাগত জানিয়েছেন। একজন স্থানীয় সমাজসেবক বলেন, ‘বর্তমানে অনেক তরুণ-তরুণী আবেগে পড়ে এমন সিদ্ধান্ত নিচ্ছে যা শুধু ধর্ম নয়, পুরো পরিবারের মর্যাদাকেও প্রশ্নবিদ্ধ করছে। বিমল বাবু যে সাহসী পদক্ষেপ নিয়েছেন, তা হিন্দু সমাজের জন্য একটি দৃষ্টান্ত ।’এদিকে, স্থানীয় সূত্রে জানা গেছে, তন্দ্রা রানী মোহন্ত বর্তমানে সেই মুসলিম স্বামীর সঙ্গে অন্যত্র সংসার করছে এবং সে ইতিমধ্যেই হিন্দু ধর্ম ত্যাগ করেছে ।।

