এইদিন আন্তর্জাতিক ডেস্ক,১৪ সেপ্টেম্বর : ভারত সম্পর্ক ছিন্ন করার পর থেকে দেশ চরম আর্থিক সঙ্কটে ভুগছে । তার উপর ভারত সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করে দেওয়ায় কখনো খরা, কখনো বন্যা পরিস্থিতির কারনে হাহাকার উঠছে দেশে । সিন্ধু জলবন্টন চুক্তি ফের পুনর্বহাল করার জন্য দেশের প্রধানমন্ত্রী ভারতের হাতেপায়ে ধরছে৷ তারপরেও পাকিস্তানের এক শ্রেণীর জিহাদিদের ভারত বিদ্বেষ কিছুতেই কম হচ্ছে না । আজ রবিবার (১৪ সেপ্টেম্বর ২০২৫) দুবাইতে ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচকে “ধর্ম যুদ্ধ” বলে বর্ণনা করে শাহনওয়াজ রানা নামে এক জিহাদি বলেছে,”এই দলটি (পাকিস্তানি ক্রিকেট দল) সোমনাথ মন্দির উড়িয়ে দেবে।” তার এই মন্তব্য স্পষ্টতই হিন্দু-বিদ্বেষী চিন্তাভাবনার বহিঃপ্রকাশ ।
পাকিস্তানি ইউটিউব চ্যানেল ‘স্পোর্টস রাউন্ডআপ’- এর একটি আলোচনায় জিহাদি শাহনওয়াজ রানা এই মন্তব্য করেছে। যে নিজেকে একজন ক্রিকেট বিশ্লেষক বলে দাবি করেছে ৷ তার এই বিষাক্ত বক্তব্যের পর, এই ভিডিও ক্লিপটি সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে। ভারত থেকে বলা হচ্ছে যে এই ধরনের প্রতিবেশীদের সাথে ক্রিকেট স্বাভাবিক করা ঠিক নয় । কিন্তু ফের খেলা শুরু হওয়ায় তারা বিসিসিআইকে তুলোধুনো করছে ।।
ছবি ও ততথ্যসূত্র : সৌজন্যে ওপি ইন্ডিয়া