এইদিন বিনোদন ডেস্ক,২৪ আগস্ট : মহম্মদ ইউনূসের নেতৃত্বে উগ্র ইসলামি সংগঠনগুলি বাংলাদেশের শাসন ক্ষমতা অনৈতিকভাবে দখল করার পর থেকে ব্যাপকভাবে ইসলামী মৌলবাদী কর্মকাণ্ড বেড়ে গেছে । বাংলাদেশকে হিন্দু শূন্য করতে ইতিমধ্যেই বিভিন্ন কর্মকাণ্ড চালাচ্ছে হিজবুত, জামাত ইসলামী বাংলাদেশ এবং বিএনপি’র মত উগ্র মৌলবাদী দলগুলি । আর তাদের এই ষড়যন্ত্রের প্রধান হাতিয়ার হয়ে উঠেছে “লাভ জিহাদ” । বাংলাদেশের কলেজ এবং বিশ্ববিদ্যালয় গুলিতে ব্যাপক হারে হিন্দু মেয়েদের লাভ জিহাদে ফাঁসিয়ে ধর্মান্তরিত এবং নিকাহ করার ঘটনা ঘটছে । এবারে এই ষড়যন্ত্রে সঙ্গ দিতে আসরে নেমেছে বাংলাদেশের নাট্যজগতও ।
বর্তমানে ঢাকাতে একটি নাটক প্রদর্শিত হচ্ছে । যার নাম হল : “ইমামের হিন্দু বউ” । ফিকশন এনটারটেন্টমেন্ট (FICTION ENTERTAINMENT) নামে একটি জিহাদী নাট্য সংগঠনের ব্যানারে নাটকটি প্রদর্শিত হচ্ছে ৷ চিত্রনাট্য ও পরিচালনা করেছে “জিয়ারিন আবির” । নাটকটির লেখক “তাসরিন নিশি” । বিনোদনের নামে লাভ জিহাদকে এভাবে উৎসাহিত করায় হিন্দু সম্প্রদায়ের মধ্যে চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে ।
এই সমস্ত নাটক নিয়ে উদ্বেগ প্রকাশ করে ‘সনাতনী কন্ঠস্বর’ নামে একটা ফেসবুক পেজে লেখা হয়েছে, ‘হিন্দু মেয়েকে ধর্মান্তরিত করতে উঠে পড়ে লেগেছে বর্তমান তথাকথিত বাংলাদেশের নাটক জগৎ!
নিচে স্ক্রীন শর্ট দিলাম, দেখুন নাটকের নাম, ইমামের হিন্দু বউ, মুসলিম বাড়িতে হিন্দু বউ, হিন্দু বাড়িতে কোরান তেলওয়াত, হুজুরের বিধবা হিন্দু বউ । হয়তো আরো অনেক নাটকই রয়েছে যেগুলোর মাধ্যমে লাভ জিহাদকে প্রমোট করা হচ্ছে, যেন বাংলাদেশের বসবাসকারী সংখ্যালঘু হিন্দু মেয়েরা মুসলিম ছেলে বা ইমামের প্রতি আকৃষ্ট হয়, এবং নাটকে দেখানো হচ্ছে মুসলিম ঘরে হিন্দু মেয়েরা অনেক সুখে থাকে, কিন্তু আমরা যদি বাস্তব জীবনে দেখতে যাই তবে খোজ নিয়ে দেখুন ৯৯ % ধর্মান্তরিত হিন্দু মেয়ে কেউ ফ্রিজে ঢুকেছে, কেউ ফাঁস লাগিয়েছে, কেউ রাস্তায় নেমেছে ভিক্ষাবৃত্তি করছে, তো পতিতালয়ে বিক্রি হয়েছে, কুড়ে কুড়ে খাচ্ছে জীবন ।’
আরও লেখা হয়েছে,’আর এইসব ভিডিওর মাধ্যমে সাধারণ মুসলিমদের মধ্যে একটা লাভ জিহাদের বীজ বুনে দিচ্ছে, যেমন টা আমি স্ক্রীন শর্ট এর মাধ্যমে দেখিয়েছি সেই নাটকের কমেন্ট টা, সবাই লক্ষ্য করুন হিন্দু মেয়েদের বিয়ে করার জন্য কতটা হিংস্র হয়ে উঠেছে, নিশ্চই কোথাও ফাঁদ রেখেছে, না জানি কোন সনাতনী বোন সেই ফাঁদে পা দিয়েছে বা দিচ্ছে ।
এরকম তথাকথিত নাটক থেকেই তারা সারা বাংলাদেশে লাভ জিহাদ এগিয়ে নিয়ে যাচ্ছে, ফেঁসে যাচ্ছেন প্রতিনিয়ত সনাতনী মেয়েরা ।’ সবশেষে লেখা হয়েছে,’সাবধান সনাতনী বোনেরা । স্ব ধর্ম নিধনম শ্রেয়, পরও ধর্ম ভয়াবহ৷’
প্রসঙ্গত, বাংলাদেশের মৌলবাদীদের এই প্রচেষ্ঠা বৃথা যাচ্ছে না । সাম্প্রতিক সময় বাংলাদেশের বিভিন্ন কলেজে হিন্দু মেয়েদের লাভ জিহাদে ফাঁসতে দেখা গেছে । শুধু কলেজ ছাত্রীরাই নয়,সরকারি দপ্তরের হিন্দু কর্মীদের চাকরি বাঁচাতে ইসলামে ধর্মান্তরিত হওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে বলে বাংলাদেশ থেকে খবর আসছে । কেউ কেউ চাকরি ও পরিবার বাঁচাতে বাধ্য হয়ে ধর্মান্তরিত হচ্ছে বলে জানা গেছে ।।