এইদিন ওয়েবডেস্ক,টাঙ্গাইল(বাংলাদেশ),২২ ফেব্রুয়ারী : ঘরের দরজা বন্ধ করে এক কিশোরীর সঙ্গে জমিয়ে রোমান্স করছিল একটি মসজিদের বৃদ্ধ ইমাম । ঠিক সেই সময় দরজায় কড়া নাড়ার আওয়াজ ৷ কোনো উপায় দেখতে না পেয়ে কিশোরীকে খাটের নিচে লুকাতে বলে ইমাম । বৃদ্ধ প্রেমিকের কথা শুনে খাটের নিচে আত্মগোপন করে কিশোরী । এরপর ইমাম সাহেব দরজা খুলে দেখে দাঁড়িয়ে রয়েছে স্থানীয় থানার পুলিশ । শেষ পর্যন্ত পুলিশ খাটের নিচে কিশোরীকে খুঁজে পায় । বাংলাদেশের টাঙ্গাইলের মিয়াপুরের ঘটনা । বৃদ্ধ ইমামের সঙ্গে ওই ১৬ বছর বয়সী কিশোরী প্রেমের সম্পর্কে জড়িয়েছিল বলে জিজ্ঞাসাবাদে জানতে পারে পুলিশ ।
বাংলাদেশের সংবাদপত্র দৈনিক জনকন্ঠের প্রতিবেদনে বলা হয়েছে,ওই কিশোরী স্থানীয় একটি মাদ্রাসার দশম শ্রেনীর ছাত্রী । সকলের নজর এড়িয়ে সে ইমামের সঙ্গে সে শারিরীক সম্পর্ক চালিয়ে যাচ্ছিল । কিশোরী নিজেই পুলিশের কাছে কবুল করেছে যে ওই ইমামের সাথে তার ভালোবাসার সম্পর্ক এবং বিগত এক বছর ধরে তারা স্বামী-স্ত্রীর মত সহবাস করছিল । কিন্তু এমন অনৈতিক সম্পর্ক জানার পর গ্রাম জুড়ে উত্তেজনার সৃষ্টি হয়। ইমামকে মসজিদ থেকে বরখাস্তের দাবী তোলে গ্রামবাসীরা । পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । পুলিশ ইমামের ঘরে তল্লাশি চালানোর সময়, তার খাটের নিচ থেকে উদ্ধার করা হয় এই কিশোরীকে ।।