এইদিন ওয়েবডেস্ক,ময়মনসিংহ,২৮ নভেম্বরে : ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে মুক্তির দাবিতে আন্দোলন করা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা সংখ্যাগুরু মুসলিম সম্প্রদায়ের দ্বারা অমানবিক নিপিড়নের শিকার হচ্ছে । প্রতি মুহুর্তে বাংলাদেশের কোথাও না কোথাও হিন্দুদের উপর হামলা হচ্ছে৷ বাংলাদেশে এমনই একটা ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে । ভিডিওতে দেখা গেছে, জনৈক ব্যবসায়ী নিজের দোকানে বসে স্মার্টফোন দেখছিলেন । সেই সময় কয়েকজন দুর্বৃত্ত তার দোকানে ঢুকে পড়ে৷ একজন ব্যবসায়ীর বুকে লাথি মারে । পাশাপাশি অন্যরা ব্যবসায়ীকে এলোপাথাড়ি মারধর ও ভাঙচুর শুরু করে । ইতিমধ্যে প্রচুর সংখ্যায় হামলাকারীরা ঢুকে লুটপাট,ভাঙচুর ও ব্যাবসায়ীকে এলোপাথাড়ি পেটেতে থাকে । বাংলাদেশের হিন্দু নিউজ নামে একটা ফেসবুক পেজে বলা হয়েছে,ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের বড় বাজার এলাকায় । আক্রান্ত ব্যবসায়ী হলেন ফণী ভূষণ । করগেটের ছাউনি দেওয়া তার একটা দোকান ছিল ।
এদিকে চট্টগ্রাম আদালতে যে মুসলিম আইনজীবীকে হত্যাকে কেন্দ্র করে হিন্দুদের উপর মুসলিমদের দ্বারা হামলার ঘটনা ঘটছে, ওই হত্যার ঘটনায় এখনো পর্যন্ত যতজনকে গ্রেফতার করা হয়েছে তারা সবাই মুসলিম এবং বিএনপির সাথে যুক্ত বলে জানা গেছে । ধৃতদের মধ্যে মামুনুর রশিদ, শহীদ উদ্দীন, ইয়াছিন, আবু হেনা, মোমিনুল ও রহিম নামে কয়েকজন ঘাতকের নাম প্রকাশ্যে এসেছে । মঙ্গলবার রাতে চট্টগ্রামে হরিজন সম্প্রদায়ের মন্দিরে হামলার ঘটনা ঘটেছে । পাশাপাশি চট্টগ্রামে পুলিসের উপর হামলার অভিযোগে ইসকনের ৭৬ জন ভক্তের বিরুদ্ধে মামলা রজু করা হয়েছে । আইনজীবী খুনের প্রকৃত অপরাধীদের শাস্তির দাবি চেয়ে হিন্দু নিউজ লিখেছে, প্রকৃত দোষীদের বিচার হোক। অতীতের মত কোরান রেখে হিন্দু নিধন করা,ফেসবুকে ভুয়া পোস্ট করে হিন্দুদের উপর দোষ চাপিয়ে দেওয়াসহ অনেক ঘটনার রটিয়ে হিন্দুদের অপূরণীয় ক্ষতি করছে । তাই আর নয় সঠিক বিচার চাই।’।