এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৬ নভেম্বর : বাংলাদেশের হিন্দুদের উপর যত নিপীড়নই হোক না কেন রাজ্যের তৃণমূল কংগ্রেস-বামপন্থী ও কংগ্রেসকে মুখে কুলুপ এঁটে থাকতে দেখা যায় । শেখ হাসিনাকে দেশছাড়া করার পর থেকে বাংলাদেশের হিন্দুদের উপরে যে অবর্ণনীয় অত্যাচার চালিয়ে যাচ্ছে তার বিরুদ্ধে একটা শব্দ খরচ করেনি এই সমস্ত তথাকথিত ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলগুলি । একমাত্র প্রতিবাদে সরব হতে দেখা যায় বিজেপি । বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের প্রাক্তন অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী (৩৮)কে অন্যায়ভাবে গ্রেফতার করে জেলে পাঠানোর ঘটনাতেও যথারীতি মুখ বন্ধ করে রেখেছে তৃণমূল কংগ্রেস-সিপিএম ও কংগ্রেস ।
এক্ষেত্রেও প্রতিবাদে সরব হতে দেখা গেল বিজেপিকে । আজ মঙ্গলবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিক্ষোভ মিছিল করেন বিজেপি বিধায়করা । শুভেন্দু শ্লোগান তোলেন,’মৌলবাদের বিরুদ্ধে লড়তে হবে’,’মৌলবাদী তালিবান ইউনুস সরকার, আর নেই দরকার’, ‘মহম্মদ ইউনুসের মৌলবাদী সরকারকে বরখাস্ত করতে হবে’, ‘চিন্ময় প্রভু লহ প্রনাম’,’বাংলাদেশের হিন্দুদের অস্তিত্ব মোছা যায়নি,যাবে না’,’বাংলাদেশের হিন্দুদের জন্য পশ্চিমবঙ্গের হিন্দুরা লড়াই করছে করবে’,’দুনিয়ার হিন্দু এক হও’ এবং ‘বাংলাদেশের তালিবান হুঁশিয়ার’ প্রভৃতি ৷ পাশাপাশি চিন্ময় প্রভুর অবলম্বে মুক্তির দাবি জানানো হয় । শুভেন্দুসহ প্রতেকের হাতে ছিল চিন্ময় প্রভুর ছবিসহ বিভিন্ন শ্লোগান লেখে পোস্টার ।।