এইদিন ওয়েবডেস্ক,মানিকচক(মালদা),১৭ জুলাই : বোমা বাঁধার সময় বিস্ফোরণে মৃত্যু হল ২ জনের । আহত হয়েছে বেশ কয়েকজন । রবিবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে মালদা জেলার মানিকচক ব্লকের গোপালপুর অঞ্চলের চন্ডিপুর মাঠ এলাকায় । পুলিশ জানিয়েছে, নিহতদের নাম শফিকুল ইসলাম (৩২) এবং ফারজান আলী (৪২) । তাঁদের বাড়ি যথাক্রমে গোপালপুরের আসিনতলা ও জেসরোটোলা এলাকায় । বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে মৃতদের শরীর থেকে হাত পা ছিন্নভিন্ন হয়ে যায় । আহত হয়েছে বেশ কয়েকজন । তাদের মধ্যে একজনের পুলিশি প্রহরায় চিকিৎসা চলছে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে । অন্য এক আহতকে ভাগিরথী পার করে ঝাড়খণ্ডে নিয়ে যাওয়া হয়েছে বলে জানতে পেরেছে পুলিশ । তবে ঠিক কতজন হতাহত হয়েছে তা স্পষ্ট নয় ।
জানা গেছে,এদিন ভোর রাতের দিকে চন্ডিপুর গ্রাম থেকে প্রায় এক কিলোমিটার দূরে পাট ক্ষেতে বসে বোমা বাঁধছিল কয়েকজন ব্যক্তি । সেই সময় একটি বোমায় বিস্ফোরণ হয় । বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে গোটা এলাকা কেঁপে ওঠে । একটি বোমায় বিস্ফোরণের পর আরও পরপর ৩-৪ টি বোমায় বিস্ফোরণ হয়েছিল বলে অনুমান পুলিশের ।
কিন্তু ঠিক কি উদ্দেশ্যে বোমা বাঁধা হচ্ছিল তা জানা না গেলেও ঘটনায় নাম জড়িয়েছে গোপালপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধানের । হাসপাতালে চিকিৎসাধীন আহত ফজরুল শেখের স্ত্রী আজমিরা বিবি জানান,গোপালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানই তাঁর স্বামীসহ ৪-৫ জনকে মাঠের মাঝে ডেকে নিয়ে গিয়ে বোমা বাঁধাচ্ছিল । যদিও এই প্রসঙ্গে শাসকদলের তরফ থেকে কোনো মতামত পাওয়া যায়নি ।।