এইদিন ওয়েবডেস্ক,মুর্শিদাবাদ,১৬ জুন : মনোনয়ন পর্ব মিটতেই খুনোখুনি শুরু হয়ে গেল মুর্শিদাবাদে । এবারে খুন হলেন তৃণমূলের এক নেতা । গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি এক কংগ্রেস প্রার্থীর বাবা । মৃতের নাম মোজাম্মেল হক (৪২)। তিনি মুর্শিদাবাদ জেলার সাহেবনগর অঞ্চলের তৃণমূলের সভাপতি ছিলেন । বৃহস্পতিবার রাতে নির্বাচনী প্রচারে বেড়িয়ে মুর্শিদাবাদের নবগ্রাম থানার পাঁচগ্রামের হজ বিবি ডাঙা এলাকায় গুলিবিদ্ধ হন তিনি । তাকে উদ্ধার করে তড়িঘড়ি নবগ্রাম হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু শেষ রক্ষা হয়নি । এই ঘটনায় কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল ।
অন্যদিকে একই এলাকায় গুলিবিদ্ধ হয়েছে রমজান শেখ নামে কংগ্রেসের এক প্রার্থীর বাবা মাহরুল্লাহ শেখ । তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে । মাহরুল্লাহর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে । এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে কংগ্রেস ।
ঘটনার বিবরণে জানা গেছে,বৃহস্পতিবার মনোনয়ন জমা দেওয়ার অন্তিম দিনে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করে এলাকায় প্রচারে বেড়িয়েছিলেন মোজাম্মেল হক । কিন্তু তারা রাত্রি ৯ টা সাড়ে ৯ টা নাগাদ হজ বিবি ডাঙা গ্রামে পৌঁছতেই কংগ্রেসের লোকজন বিক্ষোভ দেখাতে শুরু করে এবং তৃণমূল কর্মীদের ব্যাপক মারধর করে বলে অভিযোগ । এনিয়ে দু’পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বেধে যায় । সেই সময় মোজাম্মেলকে লক্ষ্য করে কেউ পরপর দু’রাউন্ড গুলি চালিয়ে দেয় । আর তাতেই মৃত্যু হয় ওই তৃণমূল নেতার । ঘটনার প্রতিবাদে এদিন ১২ ঘণ্টার নবগ্রাম বনধের ডাক দিয়েছে তৃণমূল । এই ঘটনায় ৭ জনকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গেছে ।।