প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২১ মে : মারধর করে তৃণমূল সমর্থককে জখম করার অভিযোগে গ্রেপ্তার হলেন ৩ বিজেপি কর্মী । ধৃতদের হলেন ভুদো বাগদি, বুধন বাগদি ও সাগর বাগদি।পূর্ব বর্ধমানের আউশগ্রাম থানার অমরপুরে ধৃতদের বাড়ি।আউশগ্রাম থানার পুলিশ বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে।শুক্রবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হলে ভারপ্রাপ্ত সিজেএম যদিও ধৃতদের জামিন মঞ্জুর করেন ।
পুলিশ জানিয়েছে, তৃণমূল সমর্থক বাচ্চু বাগদি ৫ মে সকালে ঘরের বাইরে বের হলে ১৫-১৬জন লাঠি, রড প্রভৃতি নিয়ে তাঁর উপর হামলা চালায়। তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। তাঁকে ধরে মুখে কাপড় বেঁধে গ্রামের হাটতলায় তুলে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে বেধড়ক মারধর করা হয়। বাচ্চু মরে গিয়েছেন ভেবে মারধরে জড়িতরা তাঁকে ফেলে রেখে পালায়। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে জামতাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। ঘটনায় কথা জানিয়ে বাচ্চুর মা ষষ্টী বাগদি আউশগ্রাম থানায় অভিযোগ দায়ের করেন।তার ভিত্তিতে মামলা রুজু করে পুলিশ তিন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে ।।