গৌরনাথ চক্রবর্ত্তী,কাটোয়া(পূর্ব বর্ধমান) ০৩ ফেব্রুয়ারী : নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ও পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অবস্থান আন্দোলন কর্মসূচি পালন করল কাটোয়া শহর তৃণমূল কংগ্রেস । বুধবার কাটোয়া স্টেশন বাজারে গান্ধী মূর্তির পাদদেশে আয়োজিত এই কর্মসূচি চলাকালীন কেক কেটে নিজের ৭১ তম জন্মদিন পালন করলেন কাটোয়ার বিধায়ক তথা কাটোয়া পুরসভার প্রশাসক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় । কেক কাটার পর দলীয় কর্মীরা তাঁকে মালা পড়িয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান ।
এদিন দ্রব্যমূল্য বৃদ্ধি ও কলকাতায় নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মদিন পালনের সময় ‘জয় শ্রীরাম’ ধ্বনি দেওয়াকে কেন্দ্র করে বিজেপিকে একহাত নেন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় । তিনি বলেন, ‘২০১৪ সালের বিজেপির নির্বাচনী ইস্তেহারে বলা আছে যদি তারা ক্ষমতায় আসে তাহলে ৪০ টাকা লিটার ডিজেলের দাম বেঁধে দেওয়া হবে । আজ ডিজেলের দাম কত হয়েছে ? পাশাপাশি বিজেপি বলেছিল গৃহস্থের রান্নার গ্যাস ভর্তুকিতে দেওয়া হবে । উলটে ভর্তুকি প্রায় তুলে দিয়ে মানুষের উপর বোঝা বাড়ানো হয়েছে । তারই প্রতিবাদে এদিন আমরা এই অবস্থান আন্দোলন কর্মসূচি পালন করছি ।’ পাশাপাশি গত ২৩ জানুয়ারী কলকাতায় নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন অনুষ্ঠানে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দেওয়া নিয়ে বিজেপিকে নিশানা করে রবীন্দ্রনাথবাবুর বলেন, ‘আমাদের শাস্ত্রে আছে ধর্ম সব কিছুর উর্দ্ধে । ধর্ম কথার অর্থ ‘যা ধারন করে’। ধর্ম নিয়ে কখনও ব্যাবসা করা যায় না । ধর্ম নিয়ে তেমনি রাজনীতিও করা যায় না । অথচ ২৩ শে জানুয়ারী ভিক্টোরিয়া হাউসে নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিবস অনুষ্ঠানে অনুষ্ঠান মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বক্তব্য রাখতে উঠলেন তখন তাঁকে ব্যাঙ্গ করার জন্য একদল উশৃঙ্খল মানুষ জয় শ্রীরাম ধ্বনি দিয়ে উঠলেন । ভগবান শ্রী রামচন্দ্র আমাদের আরাধ্য দেবতা । আমরা তাঁকে এই জায়গায় নিয়ে এসে নামিয়েছি ।’
এদিনের অনুষ্ঠানে কাটোয়ার বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বনাথ সাহা,জেলা পরিষদের উপদলনেতা মণ্ডল আজিজুল,জেলা কর্মাধ্যক্ষ মাম্পি রুদ্র,কাটোয়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভ্রা রায়,দাঁইহাট পৌরসভার পৌর প্রশাসক শিশির মন্ডল,কাটোয়া ১নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রঞ্জিত মন্ডল,কাটোয়া ২নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পিন্টু মন্ডলসহ শতাধিক কর্মী ও সমর্থক ।।