অভিষেক চৌধুরী,কালনা(পূর্ব বর্ধমান),০২ ফেব্রুয়ারী : প্রতিবন্ধী মহিলা-পুরুষদের পাশে দাঁড়াতে উদ্যোগী হল কালনার এক স্বেচ্ছাসেবী সংস্থা । মঙ্গলবার দুপুরে সংস্থার তরফ থেকে প্রায় ১৪০ জন প্রতিবন্ধীর হাতে তুলে দেওয়া হল একটি করে ট্রাইসাইকেল ।পাশাপাশি দুজনের জন্য নকল পায়ের ব্যবস্থাও করা হয় এদিন । কালনার স্বেচ্ছাসেবী সংস্থার এই প্রকার মহৎ উদ্যোগের প্রশংসা করেছেন এলাকার মানুষজন।
কালনার জিউধারা এলাকায় কেন্দ্রীয় সরকারের ন্যায় এবং ক্ষমতায়ন দপ্তরের তত্ত্বাবধানে ও সূর্য ফাউন্ডেশনের সহযোগিতায় প্রতিবন্ধী মহিলা ও পুরুষদের হাতে এই ট্রাইসাইকেলগুলি তুলে দেওয়া হয়। ফাউন্ডেশনের কর্মকর্তা সুরজিৎ কর্মকার জানান,‘বহু বছর ধরে সূর্য ফাউন্ডেশন দিব্যাঙ্গন ভাইবোনেদের নিয়ে কাজ করছে। লকডাউনের পূর্বে একটি ক্যাম্প করা হয়েছিল। সেখান থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কালনা বিধানসভা এলাকায় প্রতিবন্ধীদের সরঞ্জাম দেওয়া হবে । কিন্তু লকডাউন পড়ে যাওয়ার কারণে কিছুটা দেরি হলেও, অবশেষে এই ক্যাম্পের মাধ্যমে তাদেরকে আজ ওই সমস্ত সামগ্রী প্রদান করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক বিশ্বজিৎ কুন্ডু,রাজীব ভৌমিক,বীরেন মল্লিক, পলাশ মল্লিক, সুদীপ্ত রায়, সুরজিৎ কর্মকার সহ বিশিষ্টজনেরা ।।