এইদিন ওয়েবডেস্ক,হাওড়া,০৯ ডিসেম্বর ঃ হাওড়ার বালি বিধানসভায় ফের প্রকাশ্যে এল শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব । বুধবার তৃনমুলের রাজনৈতিক পরামর্শদাতা প্রশান্ত কিশোরের দলের সামনে দু’পক্ষের মধ্যে চলে তীব্র বাদানুবাদ । এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় ।
জানা গেছে,বঙ্গ জননী কর্মসূচি নিয়ে এদিন পিকের টিম হওড়ার বালি বিধানসভা এলাকার ১৬ জন প্রাক্তন কাউন্সিলর নিয়ে বৈঠক করছিলেন । বৈঠক শেষ হবার মুখেই সেখানে উপস্থিত হন বালি বিধানসভার বিধায়ক বৈশালী ডালমিয়ার ঘনিষ্ঠ তথা বালির প্রাক্তন মহিলা সভাপতি বিজয়লক্ষ্মী রাও । বিধায়কে বাদ দিয়ে এই মিটিং করায় তিনি তীব্র অসন্তোষ প্রকাশ করেন । এনিয়ে তিনি পিকের প্রতিনিধি দলের সদস্য ও উপস্থিত তৃণমূল নেতাদের বিরুদ্ধে তাঁকে সরব হতে দেখা যায়। বিজয়লক্ষ্মী রাওয়ের সঙ্গে প্রাক্তন কাউন্সিলারদের মধ্যে তীব্র বচসা বেধে যায় । বিষয়টা হাতাহাতির পর্যায়ে যাচ্ছে দেখে কয়েকজন প্রাক্তন পুরোপিতা দু’পক্ষের মাঝে এসে পরিস্থিতি সামাল । সমগ্র ঘটনাটি পিকের দলের সদস্যদের সামনেই ঘটে । তাঁদের নির্বাক দর্শকের ভুমিকায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় ।
দেখুন ভিডিও :
শাসকদলের একপক্ষের অভিযোগ, বিধাকয় ঘনিষ্ঠ বিজয়লক্ষ্মী রাওয়ের বিরুদ্ধে তোলাবাজিসহ প্রচুর অভিযোগ আছে ।এই বিষয়ে পিকের টিমকে জানানো হয়েছে বলে জানিয়েছেন তাঁরা ।
এদিকে এই অভিযোগ অস্বীকার করেছেন বিজয়লক্ষ্মীদেবী । তাঁর পালটা অভিযোগ প্রাক্তন কাউন্সিলারদের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ আছে । পাশাপাশি তিনি বলেন, ‘ওদের কাজই বিরোধিতা করা । যখন সুলতান সিং ছিলেন তখন বিরোধিতা করেছে । প্রসুন বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করেছে । এখন বৈশালি ডালমিয়ার বিরোধিতা করছে ।’
এদিকে এদিনের গোটা ঘটনা প্রসঙ্গে বালির বিধায়ক বৈশালী ডালমিয়া বলেন, ‘পিকের টিমের এই ভূমিকায় আমি হতবাক । ওরা দলটার ভাল করতে চাইছে নাকি বিভাজন করতে চাইছে সেটাই বুঝতে পারছি না ।’।