আমিরুল ইসলাম,মঙ্গলকোট,০৯ ডিসেম্বর ঃ বুধবার পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের পালিগ্রাম গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে খেলার মাঠে আয়োজন করা হল ‘দুয়ারে সরকার’ প্রকল্পের সহায়তা শিবির । উপস্থিত ছিলেন মঙ্গলকোট ব্লক যুগ্ম আধিকারিক দেবজ্যোতি চট্টরাজ, পালিকগ্রাম গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মজনু সেখসহ পঞ্চায়েতের সকল কর্মী ও সদস্য-সদস্যারা । বিভিন্ন প্রকল্পের সহায়তা পেতে এদিন প্রচুর সংখ্যক মানুষ শিবিরে ভিড় জমান ।
পঞ্চায়েতের উপপ্রধান মজনু সেখ জানিয়েছেন, সরকারি ঘোষনামত এদিন ১১ টি প্রকল্পের সুবিধা মানুষকে দেওয়া হয়েছে । এর বাইরেও অনান্য বিষয়ে কেউ সহায়তার জন্য এলে তাঁদের সর্বোতভাবে সহযোগিতা করা হয়েছে ।’
স্থানীয় বাসিন্দা স্বপন দেব বলেন, ‘আজ আমরা দুয়ারে সরকার প্রকল্পের সহায়তা নিতে পালিগ্রাম গ্রাম পঞ্চায়েতে এসেছি । একই দিনে নানান প্রকল্পের সুযোগ সুবিধা পাওয়ায় আমরা উপকৃত হচ্ছি ।’।