প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৭ মে :জমির উপর দিয়ে জলের পাইপ লাইন যাওয়া নিয়ে তৈরি হয়েছিল বিবাদের । তার জেরে শেখ আবদুর রহমান (৬২) নামে এক বৃদ্ধকে পিটিয়ে মারার অভিযোগে গ্রেপ্তার হলেন ৩ ব্যক্তি। ধৃতদের মধ্যে একজন আবার নাবালক ।পুলিশ জানিয়েছে , প্রাপ্ত বয়স্ক দুই ধৃত হলেন নূর হক মণ্ডল ও সফিক মণ্ডল। সম্পের্ক তারা দাদা-ভাই। পূর্ব বর্ধমানের মেমারি থানার গোবিন্দপুরে ধৃতদের বাড়ি। মেমারি থানার পুলিশ মঙ্গলবার গভীর রাতে বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে।ধৃতদের দৃষ্টান্ত মূলক শাস্তিয় দাবি করেছেন মৃতর পরিজনরা ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মেমারি থানার তালপাতা গ্রামে বাড়ি মনসুরা বিবির। তাঁর বাপের বাড়ি মেমারির গোবিন্দপুরে । সেখানে জমির উপর দিয়ে জলের পাইপ লাইন যাওয়া নিয়ে তাঁর ভাইদের সঙ্গে এলাকার নূর ও সফিকের পরিবারের বিরোধ বাধে।এই কথা জানার পর গত সোমবার মনসুরা বিবি তাঁর বাপের বাড়িতে যান । ওইদিন মনসুরার ভাইয়েরা জমির উপর দিয়ে পাইপ লাইন নিয়ে যাওয়ায় বাধা দেন। তা নিয়ে দু’পক্ষের মধ্যে ঝামেলা বাঁধে। অভিযোগ এরপর ঘন্টাখানেক বাদে নূর ও সফিক সহ কয়েকজন ছুরি, কাটারি প্রভৃতি নিয়ে মনসুরার ভাইয়েদের বাড়িতে চড়াও হয়। তারা মনসুরার ভাই ও ভাইপোদের খুনের হুমকি দিয়ে যায় । এরপর একই দিনে বিকাল ৪টে নাগাদ গোবিন্দপুর গ্রামের মাঝেরপাড়ায় মনসুরা তাঁর ভাই ও দুই বোনকে নিয়ে যান। সেখানে নূর, সফিক সহ কয়েকজন তাঁদের তাড়া করে। মনসুরাকে ধরে প্রচণ্ড মারধর করা হয়। তাঁকে মার খেতে দেখে বাঁচাতে যান তাঁর ভাই শেখ আবদুর রহমান । নূর, সফিক ও তাঁদের সঙ্গীরা তাঁকেও প্রচণ্ড মারধর করে । দু’জনকে উদ্ধার করে মেমারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ষেখানে আবদুরের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বর্ধমানের বামবটতলার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ।মঙ্গলবার রাতে সেখানেই আবদুর মারা যান।
এই ঘটনার কথা জানিয়ে মনসুরা মেমারি থানায় অভিযোগ দায়ের করেন।তার ভিত্তিতে পিটিয়ে খুনের ধারায় মামলা রুজু করে মেমারি থানার পুলিশ তিন জনকে গ্রেপ্তার করে । বুধবার ধৃতদের পেশ করা হয় বর্ধমান আদালতে । পিটিয়ে মারায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারের জন্য এবং বাকি অভিযুক্তদের হদিশ পেতে নূর ও সফিককে ১০ দিন পুলিশি হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানান তদন্তকারী অফিসার সমীর ঘোষ। ভারপ্রাপ্ত সিজেএম নূর ও সফিকের ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন ধৃত নাবালককে জুভেনাইল জাস্টিস বোর্ডের সামনে পেশ করা হলে তাকে আড়িয়াদহ ধ্রুবাশ্রমে পাঠানোর নির্দেশ দিয়েছেন জুভেনাইল বোর্ড ।।