প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৭ মে :দামোদরের চরে ঝোপ জঙ্গলের মধ্য থেকে উদ্ধার হল এক নিখোঁজ যুবকের মৃতদেহ । মৃত যুবকের নাম নারায়ন চন্দ্র ধারা (২৮)। তার বাড়ি পূর্ব বর্ধমানের জামালপুর থানার জ্যোৎশ্রীরাম পঞ্চায়েতের শ্রীকৃষ্ণপুর গ্রামে । বুধবার বিকালে শ্রীকৃষ্ণপুর গ্রামের কয়েকজন বাসিন্দা গ্রামের শ্মশানের ধারে দামোদরের চরের ঝোপ জঙ্গলের মধ্যে যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখেন । ঘটনা জানাজানি হতেই গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । খবর পেয়ে জামালপুর থানার পুলিল ঘটনাস্থলে পৌছে মৃতদেহ উদ্ধার করে। পুলিশ যুবকের মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে।
মৃত যুবকের দাদা সত্য ধারা বলেন ,গত রবিবার বৈকালে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাঁর ভাই নারায়ন নিখোঁজ থাকে । অনেক খোঁজ চালিয়েও তাঁর আর কোনও খোঁজ পাওয়া যায়নি।এদিন দুপুরে দামোদরের চরে ঝোপের মধ্য থেকে দুর্গন্ধ ছড়ানোয় স্থানীয়রা সেখানে পৌছে তাঁর ভাইয়ের মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় । পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ।ভাই নারায়নের মৃত্যুর কারণ বিষয়ে সঠিক কিছু জানাতে পারেন নি দাদা সত্য ধারা । পুলিশ জানিয়েছে , মৃতদেহ বৃহস্পতিবার ময়নাতদন্তে পাঠানো হবে । ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে যুবকের মৃত্যুর সঠিক কারন জানা যাবে । তার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে ।।