🌺 বিশ্বাস হয়ে গেলেই হ’ল । বিশ্বাসের চেয়ে আর জিনিস নাই । বিশ্বাসের কত জোর তা তো শুনেছ ? পুরাণে আছে, রামচন্দ্র যিনি সাক্ষাৎ পুবর্ণব্রহ্ম নারায়ণ, তাঁর লঙ্কায় যেতে সেতু বাঁধতে হ’ল । কিন্তু হনুমান রাম নামে বিশ্বাস ক’রে লাফ দিয়ে সমদ্রের পারে গিয়ে প’ড়ল। তার আর সেতুর দরকার হয় নাই ।
বিভীষণ একটি পাতায় রামনাম লিখে, ঐ পাতাটি একটি লােকের কাপড়ের খোঁটে বেঁধে দিছলাে । সে লােকটি সমুদ্রের পারে যাবে। বিভীষণ তাকে বললে, তোমার ভয় নাই, তুমি বিশ্বাস করে জলের উপর দিয়ে চলে যাও, কিন্তু দেখাে যেই অবিশ্বাস করবে, অমনি জলে ডুবে যাবে । লােকটি বেশ সমুদ্রের উপর দিয়ে চলে যাচ্ছিল ; এমন সময়ে তার ভারী ইচ্ছা হল যে, কাপড়ের খোঁটে কি বাধা আছে একবার দ্যাখে ! খুলে দ্যাখে যে কেবল রামনাম লেখা রয়েছে ! তখন সে ভাবলে, ‘এ কি! শুধু রামনাম একটি লেখা রয়েছে।’ যাই অবিশ্বাস, অমনি ডুবে গেল ।।
কথামৃত-১/১/৭