দিব্যেন্দু রায়,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),১০ মার্চ : প্রথমে এলোপাথাড়ি বোমাবাজি করে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে দুষ্কৃতিদল । তারপর এক সোনারুপোর গহনা বিক্রেতার কাছ থেকে তারা নগদসহ লক্ষাধিক টাকার সোনার নিয়ে চম্পট । বুধবার রাতে দুঃসাহসিক এই ডাকাতির ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের কালীদহ বাজারে । খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ । তবে বৃহস্পতিবার সকাল পর্যন্ত পুলিশ এই ডাকাতির কোনও কিনারা করতে পারেনি । জেলা পুলিশ সুপার কামনাশীষ সেন জানিয়েছেন,বোমাবাজি করে এক ব্যাবসায়ীর কাছে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে । ঘটনার তদন্ত চলছে ।
স্থানীয় সুত্রে জানা গেছে,আউশগ্রামের কালীদহ বাজারে বাবু সেন নামে জনৈক এক ব্যাবসায়ীর সোনারুপোর গহনার দোকান রয়েছে । প্রতিদিনের মত বুধবার রাতেও তিনি যথারীতি দোকান বন্ধ করে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন । আর তখনই সেখানে হানা দেয় দু্ষ্কৃতিদল ।
বাবু সেনের কথায়, ‘বাইকে চড়ে ৬ – ৭ জন দুস্কৃতী এসে আমার দোকানের সামনে এলোপাথাড়ি বোমাবাজি শুরু করে । ধোঁয়ায় চারিদিক ভরে যায় । আমি প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলাম । আশপাশের মানুষও আতঙ্কিত হয়ে লুকিয়ে পড়েন । তারপর ওই দুষ্কৃতিরা আমার হাতে থাকা ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ।’ তিনি জানিয়েছেন,ব্যাগে নগদ প্রায় ৭০ হাজার টাকা ও সোনার গহনা সহ প্রায় ৯ লক্ষ টাকার সামগ্রী ছিল । ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায় ।।