এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),২১ মে : শুক্রবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় কোভিড পরিস্থিতি খতিয়ে দেখতে এসে নারদ মামলায় চার নেতার গ্রেফতারি প্রসঙ্গ টেনে রাজ্যপালের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যের গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী । তিনি বলেন, ‘মহামান্য সুপ্রিম কোর্ট মাননীয় রাজ্যপালের উদ্দেশ্যে বলেছে তিনি পক্ষ নিচ্ছেন । সরকারের বিরুদ্ধে একটা পক্ষ নিয়ে কাজ করছেন রাজ্যপাল । এটা কাম্য নয় । রাজ্যপাল সরকারের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবেন । আইনজীবীরা বলেছেন রাজ্যপাল বেআইনি কাজ করেছেন ।’
এদিন কোভিড পরিস্থিতি খতিয়ে দেখতে কাটোয়া মহকুমা হাসপাতালে পরিদর্শনে আসেন সিদ্দিকুল্লা চৌধুরী । পরিদর্শনের পর কাটোয়া মহকুমাশাসক প্রশান্তরাজ শুক্লা ও কাটোয়া হাসপাতাল সুপার শুভ্রজ্যোতি দের সঙ্গে কোভিড পরিস্থিতি নিয়ে বৈঠক করেন । বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন সিদ্দিকুল্লা চৌধুরী । তিনি জানিয়েছেন, সরকারি হাসপাতালে ২০ হাজার শয্যা এবং বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোম মিলে ১০ হাজার শয্যা রাখা হয়েছে কোভিড চিকিৎসার জন্য ।
মন্ত্রী বলেন, ‘কোভিড নিয়ে গ্রামের মানুষদের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে । কোভিড হলেই মৃত্যু,এই ধারনা কাজ করছে গ্রামের মানুষের মধ্যে । এর জন্য মানুষকে সচেতন করতে হবে ।’
পাশাপাশি তিনি জানিয়েছেন,কোভিড সংক্রান্ত বিষয়ে জানতে ইচ্ছুক মানুষদের জন্য কিছু টেলিফোন নম্বর দেওয়া হবে । ছোট ব্যানারে ওই নম্বরগুলো লিখে টাঙিয়ে দেওয়া হবে । জেলাপরিষদের প্রতিনিধি, পঞ্চায়েত সমিতির প্রতিনিধি, গ্রামপঞ্চায়েতের প্রধান ও বিডিওদের নিয়ে এই বিষয়ে একটা বৈঠক করার জন্য মহকুমাশাসককে বলা হয়েছে বলে জানিয়েছেন গ্রন্থগারমন্ত্রী । সেই সঙ্গে কোভিড নিয়ে সচেতন করতে সকল স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান ।।