এইদিন ওয়েবডেস্ক,গুয়াহাটি,৩০ মে : অবৈধভাবে বসবাসকারীদের হাত থেকে ওরাং জাতীয় উদ্যানের (Orang National Park) বণ্য পশুদের বাঁচাতে ব্যাপক জবরদখল উচ্ছেদ অভিযান শুরু করেছে আসাম সরকার । গত ২৮ মে থেকে সোনিতপুর এবং দররাং জেলায় ৫ দিনের উচ্ছেদ অভিযান শুরু হয়েছে । তার মধ্যে প্রথম দু’দিন সোনিতপুর জেলায় এবং অভিযানের বাকি দিনগুলি দাররাং জেলায় পরিচালিত হবে । দুই জেলার ৯ টি নদীতীরবর্তী এলাকার মধ্যে বিস্কুতির চর, ঠেংবাঙ্গার চর, সরদারের চর, পানসুর চর ও টেঙ্গাগড়ার চর, মুসলিম চর, সাদুটিল্লার চর, শীতলমারী চর ও সিংগারির চরে ১৩০০ টিরও বেশি অবৈধ মুসলিম দখলদার পরিবার ৪৯৮০ টি বাড়ি নির্মাণ করেছে বলে মিডিয়ার রিপোর্টে জানা গেছে ।
উল্লেখ্য,ওরাং জাতীয় উদ্যান আসামের সোনিতপুর এবং দারাং জেলায় ৮৯ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত । ২৮ মে শুরু হওয়া উচ্ছেদ অভিযানটি কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের দিকে নিয়ে যাওয়া বণ্য পশুদের করিডোরে জবরদখল করা জমি পরিষ্কার করার জন্য পরিচালিত হয়েছে । ওরাং জাতীয় উদ্যানের ১৩,০০০ একরেরও বেশি এলাকা উচ্ছেদ অভিযানের সময় সাফ করার লক্ষ্য নিয়েছে প্রশাসন । তার মধ্যে ৬,৮০০ একরের বেশি আসামের সোনিতপুর জেলায় রয়েছে । উচ্ছেদ অভিযানের জন্য ২,০০০-এত বেশি নিরাপত্তা কর্মী এবং বনরক্ষী মোতায়েন করা হয়েছে । বিগত কয়েক দশক ধরে জাতীয় উদ্যানের ২১,০০০ বিঘা জমি অবৈধভাবে দখল করেছিল ১,৩০০ টিরও বেশি মুসলিম পরিবার।।