এইদিন ওয়েবডেস্ক,হাওড়া,০৩ ফেব্রুয়ারী : হাওড়ার সাঁতরাগাছি রেলস্টেশনে ধরা পড়ে গেল এক নাবালক সহ ৪ রোহিঙ্গা মুসলিম ।রবিবার বিকেলে সাঁতরাগাছি রেলস্টেশনের চার ও পাঁচ নম্বর প্লাটফর্ম থেকে তাদের গ্রেপ্তার করে রেল পুলিশ। ধৃতদের নাম, মোহাম্মদ আলম (২৩), রিয়াসুল ইসলাম (২০), বেগম দিলবার (৩৪) ও রবিউল ইসলাম (১৬)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মায়ানমার থেকে বেশ কয়েক বছর আগে এরা বাংলাদেশে ঢুকে পড়ে । সেখানেই একটি শরণার্থী শিবিরে তারা থাকছিল । এরপর গত বছরের শেষের দিকে কাগজপত্র ছাড়াই চোরাপথে পশ্চিমবঙ্গে ঢুকে পড়ে এবং পরে তারা হায়দ্রাবাদে চলে যায়। সেখানে পরিযায়ী শ্রমিকের কাজ করতো এই চারজন। কিন্তু সাম্প্রতিক সময়ে অনুপ্রবেশকারীদের ধরপাকড় অভিযান শুরু হওয়ায় তারা ফের বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিল।
জানা গেছে, রবিবার হায়দ্রাবাদ থেকে সাঁতরাগাছি স্টেশনে আসে চারজনের দলটি। ভিড়ের মাঝে চারজনকে দেখে সন্দেহ হওয়ায় তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে জিআরপি। তাদের কাছ থেকে বৈধ কাগজপত্র না মেলায় গ্রেফতার করা হয় । ধৃতদের আজ সোমবার হাওড়া জেলা আদালতে তোলা হয়।।