এইদিন ওয়েবডেস্ক,মালদা,১৩ ফেব্রুয়ারী : আদিবাসী যুবতীর মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল পুরাতন মালদার পোপড়া এলাকায় । মৃত কিশোরীর নাম ভারতী হেমরম(২১) । শনিবার সকালে বাড়ি থেকে কিছুটা দুরে ওই যুবতীর দেহটি উদ্ধার করে পুলিশ । এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে মালদা থানায় একটি খুনের অভিযোগ দায়ের করা হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার রাত্রে খাওয়া দাওয়ার পরে যথারীতি নিজের ঘরে শুয়ে পড়ে ওই যুবতী । কিন্তু এদিন সকালে তাঁকে নিজের ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন । কিন্তু তাঁরা যুবতীর কোনও সন্ধান পায়নি । পরে বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে ওই যুবতীর মৃতদেহটি পড়ে থাকতে দেখে গ্রামবাসীরা । গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পরিবারের লোকজন । খবর দেওয়া হয় মালদা থানায় । পরে পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে নিয়ে যায় । পরিবারের সন্দেহ ওই যুবতীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষন করে খুন করা হয়েছে ।
পুলিশ জানিয়েছে,দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে ।।