সুব্রত দাস,পূর্বস্থলী,১৩ ফেব্রুয়ারী : মা দুর্গাকে অপমান করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।এমনিই এক অভিযোগ তুলে শনিবার বিকালে সরব হল পূর্বস্থলী ২ ব্লকের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
এক বেসরকারি সংবাদ মাধ্যমে দেবী দুর্গাকে অপমান করেছে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এমনিই এক অভিযোগ তুলে পূর্বস্থলী ২ ব্লকে ধিক্কার মিছিল সহ প্রতিবাদ সভা করলো তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।উল্লেখ্য শুক্রবার কলকাতার এক অনুষ্ঠানে বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ তার বক্তব্যে রাম ও দুর্গার প্রসঙ্গ তোলেন।তিনি বলেন যে, ভগবান রাম রাজা ছিলেন। কেউ কেউ অবতার মানেন তাঁকে। তাঁর ১৪ পুরুষের পরিচয় মিলবে।কিন্তু দুর্গার ১৪ পুরুষের নাম মিলবে কী? শুধু তাই নয় দিলীপ ঘোষ আরও বলেন যে, ‘দুর্গা পাতা নেহি কাহা সে আ যাতা হ্যায়।’ আর এই ঘটনার পরেই শণিবার তৃণমূল নেতা তপন চট্টোপাধ্যায়ের নেতৃত্বে পূর্বস্থলী ২ ব্লকের মাজিদা গ্রাম পন্চায়েতের লক্ষীপুর বাজারে এই প্রতিবাদ সভাটি হয়।শণিবার বিকালে এই মিছিলে কয়েক হাজার কর্মী সমর্থকদের মধ্যে পুরোভাগে ছিলেন মহিলারাই।এই বিষয়ে পূর্বস্থলী ২ পন্চায়েত সমিতির সহ-সভাপতি তথা তৃণমূল নেতা তপন চট্টোপাধ্যায় বলেন,‘বিজেপি বাংলার মনীষীদের সম্মান দেয় না।ওরা বাংলার সংস্কৃতিকে মানে না।মা দুর্গাকেও তারা অপমান করতে ছাড়ছে না।তাই আমাদের মাতৃবন্দনাকারী সহ আপামর বাংলা ও বাঙালির ভাবাবেগকে তিনি আঘাত করেছেন।এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই।এই কারণেই আজ ধিক্কার মিছিল সহ প্রতিবাদ জানাই।’।