এইদিন ওয়েবডেস্ক,উত্তরাখণ্ড,১৫ জুন : দেবভূমি উত্তরাখণ্ডে গাভী ধর্ষণকারীর মাথা ন্যাড়া করার পর মুখে কালি লাগিয়ে পুলিশের হাতে তুলে দিল ক্ষিপ্ত জনতা । ‘সঞ্জয় মাদ্রাসি পান্ডে’ এক ইউজার্স সেই ভিডিও শেয়ার করে লিখেছেন,’দেখুন মোহাম্মদ নাফীসকে (Mohammad Nafees) ! তিনি হালওয়ানিতে (Halwani) একটি গরুকে ধর্ষণ করতে গিয়ে ধরা পড়েন ৷ নাফিস তার আসল পরিচয় সম্পর্কে লোকেদের বিভ্রান্ত করার জন্য পাশবিকতা করার সময় তার হাতে একটি হিন্দু পবিত্র সুতো পরেছিল ৷ স্থানীয়রা তাকে এই কাজ করার সময় ধরে এবং উত্তম মধ্যম দেয় । নাফিসের দৈহিক আকাঙ্ক্ষার কারনে ৪০ শতাংশ মুসলিম অধ্যুষিত জনসংখ্যার শহরটিতে সাম্প্রদায়িক উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে এবং সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে । এতদিন এই সমস্ত হরমন-পাগলরা নারী ও শিশুদের টার্গেট করে আসছে, কিন্তু এখন তারা গরুকেও রেহাই দিচ্ছে না।’
অর্গানাইজ উইকলির প্রতিবেদনে জানা গেছে, ওই ব্যক্তিকে হাতেনাতে ধরার পর ক্ষুব্ধ জনতা প্রথমে তাকে টেনে হিঁচড়ে লামা স্কয়ারে নিয়ে যায় । তার মুখে কালি লাগিয়ে মাথা ন্যাড়া করে দেয় । পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে । পুলিশের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে,’কোনো এক ব্যক্তির দ্বারা একটি গাভীর সাথে অনৈতিক কাজ করার সময় স্থানীয় লোকজন ধরে ফেলে । খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করেছে । ধৃতের ডাক্তারি পরীক্ষার পর আজই (বুধবার) তাকে আদালতে পাঠানো হয়েছে ।’
প্রসঙ্গত,পশুদের সাথে যৌনতার ঘটনা এই প্রথম নয় । বিগত চার মাসের ব্যবধানে এমন চারটি মামলার খবর পাওয়া গেছে । গত ২৮ মে একটি গাভিকে ধর্ষণের অভিযোগে দিল্লির বাসিন্দা হাসান খান নামে এক ব্যক্তিকে ঘটনার দু’দিনের মধ্যে মহারাষ্ট্রের গোন্দিয়া জেলা থেকে গ্রেপ্তার করা হয়েছিল। গত মার্চ মাসে ছত্তিশগড়ের বালোদ জেলায় এমন দুটি ঘটনা ঘটেছিল । ছত্তিশগড়ের দুর্গ জেলার ভিলাই ভাট্টি থানার বাসিন্দা মহম্মদ সাহিল (১৮), সতীশ চন্দ্র দাস (২০) এবং আরও দুই নাবালক গত ৭ মার্চ রাতে একটি গরুকে ধর্ষণ করতে গিয়ে ধরা পড়ে । ২৮ ফেব্রুয়ারী ছত্তিশগড়ের বালোদ থানা এলাকায় একই ঘটনা ঘটে । এছাড়া ২০২২ সালের জুলাই মাসে ছত্তিশগড়ের রাজধানী শহর রায়পুরে একটি গরুকে ধর্ষণের অভিযোগে পেশায় ট্রাক চালক শেহ-ই-আলম নামে এক ব্যক্তি গ্রেফতার হয় । ওই বছর অক্টোবরে রায়পুরে অনুরূপ ঘটনায় গ্রেফতার হয়েছিল রাম প্রসাদ মারাভি নামে এক ব্যক্তি ।।