এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,১৮ ফেব্রুয়ারী : একের পর এক পথ কুকুরের মৃত্যুর ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়াল বাঁকুড়ার বিষ্ণুপুর শহরে । বিগত কয়েক দিন থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ১৭৮ টি পথ কুকুর মারা গেছে বলে খবর । ঠিক কি কারনে কুকুরগুলি মারা গেছে তা জানা যায়নি । এভাবে ব্যাপক হারে পথ কুকুরের মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন পশুপ্রেমীরা । তাঁরা ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন ।
চলতি সপ্তাহের প্রথম দিক থেকে বিষ্ণুপুর শহরে একের পর এক পথ কুকুরের মৃত্যুর ঘটনা ঘটতে শুরু করে বলে জানা গেছে । পুরসভা সূত্রে খবর, গত মঙ্গলবার ৬০ টি, বুধবার ৮৩ টি ও বৃহস্পতিবার সকাল পর্যন্ত ৩৫ টি কুকুর মারা গেছে বিষ্ণুপুর শহর এলাকায় । এভাবে ব্যাপক হারে কুকুর মৃত্যুর কারন নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে এলাকায় । ধোঁয়াশার মধ্যে রয়েছেন খোদ বিষ্ণুপুর পুরসভার প্রশাসক দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায়ও । তিনি বলেন, ‘সাম্প্রতিক কালে পথ কুকুরের এরকম মড়ক লাগার ঘটনা ঘটেনি । বিষয়টি উদ্বেগজনক । এনিয়ে পশু চিকিৎসকদের সঙ্গে আলোচনা করা হবে ।’
এই বিষয়ে বিষ্ণুপুর শহরের সরকারী পশু চিকিৎসা কেন্দ্রের চিকিৎসক ডাঃ মৃণাল কান্তি দে বলে, ‘ঋতু পরিবর্তনের কারণে এই সময় কুকুরের মধ্যে ভাইরাল ইনফেকশানে হয় । সাধারনত পথ কুকুরদের ভ্যাকসিন দেওয়া হয়না । ফলে ঐ ভাইরাল ইনফেকশানের কারনেও পথ কুকুরের মৃত্যুর ঘটনা ঘটতে পারে । একমাত্র মৃত কুকুরের ময়নাতদন্ত করার পরেই মৃত্যুর কারন জানা সম্ভব হবে ।’ যদিও এদিন পর্যন্ত কোনও শহরবাসী অসুস্থ পোষ্য কুকুর নিয়ে কেউ চিকিৎসা করাতে আসেননি বলে জানিয়েছেন তিনি ।
এদিকে মৃত কুকুরের দেহগুলি তুলে শহরের ডাম্পিং গ্রাউণ্ডে ফেলে দিচ্ছে পুরসভা । এর ফলে দুর্গন্ধে টিকতে পারছেন না ডাম্পিং গ্রাউন্ড সংলগ্ন এলাকায় বাসিন্দারা । পাশাপাশি তাঁরা মৃত কুকুরের দেহ থেকে মানুষের শরীরেও সংক্রমন ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন । স্থানীয়রা মৃত কুকুরের দেহ পুঁতে ফেলার দাবি জানিয়েছেন ।।