নিজস্ব প্রতিনিধি,কালনা,১৩ জানুয়ারী : বোনের সাথে বিবাহ বিচ্ছেদ ! আর তার জেরেই জামাইবাবুকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গলা কেটে খুনের অভিযোগ উঠলো শ্যালকের বিরুদ্ধে । এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো কালনা থানার অন্তর্গত কল্যাণপুর গ্রামে । পুলিশ জানিয়েছে, মৃতের নাম নাজির শেখ (৩৪) । মৃতদেহের ময়নাতদন্তের জন্য কালনা হাসপাতাল থেকে বর্ধমান হাসপাতালে পাঠানো হচ্ছে বলে জানা গেছে ।
অভিযোগ,গতকাল গভীর রাতে নাজির শেখকে সাতগাছিয়া সতীপীঠ বটতলার কাছে ডেকে নিয়ে যায় তার শ্যালক হাশেম খাঁ । এর পরই দু জনের মধ্যে বাকবিতন্ডা শুরু হয় । তার মাঝেই হাশেম খাঁ পকেট থেকে ছুরি বের করে নাজিরের গলায় আঘাত করে । ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে নাজির শেখ । স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কালনা মহকুমা হসপিটালে নিয়ে এলে চিকিৎকরা মৃত বলে ঘোষণা করে। নাজির শেখের পরিবারের অভিযোগ, সম্প্রতি হাশেমের বোনের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় নাজিরের । সেই রাগেই হাশেম এই কাজ করেছে বলে অভিযোগ মৃতের পরিবারের ।
মৃতের পরিবারের তরফ থেকে কালনা থানায় হাশেমের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে । পুলিশ জানিয়েছে, অভিযুক্ত হাসেম খাঁ পলাতক । তার সন্ধান চালানো হচ্ছে ।।