শেখ মিলন,ভাতাড়(পূর্ব বর্ধমান),১৩ জানুয়ারী : পূর্ব বর্ধমানের ভাতাড়-সামন্তী রোড নির্মানের জন্য কৃষকদের জমি অধিগ্রহন করা হয়েছিল । কিন্তু সড়ক নির্মানের পর দীর্ঘ প্রায় ৪৬ বছর অতিক্রান্ত হলেও আজও জমির ক্ষতিপুরন পাননি দুই শতাধিক কৃষক । প্রশাসনের বিভিন্ন স্তরে বারবার জানিয়েও কোনও ফল হয়নি । ইতিপূর্বে এনিয়ে একাধিকবার আন্দোলনও করেছিলেন কৃষকরা । তখন আশ্বাস মিললেও কাজের কাজ কিছু হয়নি । তাই ক্ষতিপুরনের দাবিতে বুধবার পূর্ব বর্ধমান জেলার ভাতারের কুবাজপুর বাসস্ট্যান্ডে ভাতাড়-সামন্তী রোড অবরোধ করলেন ক্ষিপ্ত কৃষকরা ।
প্রায় ঘন্টা তিনেক ধরে অবরোধ চলে । শেষে পুলিশ ও ব্লক প্রশাসনের প্রতিনিধিরা ঘটনাস্থলে এসে কৃষকদের আশ্বস্ত করলে অবরোধ তুলে নেওয়া হয় । তবে অবরোধ তুলে নেওয়া হলেও কৃষকরা হুঁশিয়ারি দিয়েছেন অবিলম্বে ক্ষতিপূরণের ব্যবস্থা না করলে তাঁরা লাগাতার ভাতার সামন্তী সড়কপথ অবরোধ চালিয়ে যাবেন ।
স্থানীয়রা জানিয়েছেন,ভাতাড়-সামন্তী রোডের নির্মান হয় সত্তর দশকের প্রথমদিকে । সড়ক পথের জন্য বেশ কয়েকটি গ্রামের প্রায় আড়াইশো কৃষক পরিবারের কাছে মোট ৪৫ একরের কিছু বেশি জমি নেওয়া হয়েছিল । আন্দোলকারীদের মধ্যে তারক চট্টোপাধ্যায় বলেন, ‘প্রথমদিকে আমরা জানতেও পারিনি সড়ক পথের জন্য কত পরিমাণ জমি আমাদের গিয়েছে । বিভিন্ন জায়গায় চিঠি দিয়ে টানা লেগে থাকার পর ২০১২ সালে আমাদের আবেদন ক্যাবিনেটে আপ্রুভ হয় । তখন আমরা জানতে পারি আমাদের মোট ৪৫.১৫২ একর জমি অধিগ্রহণ করা হয়। কিন্তু এখনও আমরা ক্ষতিপূরণ পাইনি । ব্লক,জেলাস্তর প্রশাসন থেকে মুখ্যমন্ত্রীর কাছে পর্যন্ত আমরা দরবার করেছি । কিন্তু আজও আমাদের ক্ষতিপুরন পেলাম না ।’ এরপর ক্ষতিপূরণের ব্যাবস্থা না করলে লাগাতার আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন কৃষকরা ।।