একটু অবসর যাপনের ইচ্ছায় সেদিন তুমিও তো থমকে দাঁড়িয়ে ছিলে পথের বাঁকে।
আচমকা বৃষ্টিতে মাটির বুক ভিজে গেলো।
পাতার চোখ বেয়ে ভেসে এলো কান্না।
সিক্ত হলো পৃথিবী, সিক্ত হলো শরীর।
আলগা হলো মাটি,দুমড়ে মুষড়ে গেলো ঘাসের শরীর।
তবুও কি মন ভিজলো?
একটু সঙ্গোপনের ইচ্ছায়
যেদিন আদিম খেলায় মেতে উঠেছিলো তারা
ঝাউবনের আড়ালে শোনা গেলো তীব্র কম্পন, ফুলের রেনু আদর মেখে মিলিয়ে গেলো
ভ্রমরের বুকে,
ওরা তখন সৃষ্টির লীলায় ভীষণ ভাবে মেতে।
সেদিনও সত্যটা শুধু তুমিই জানতে
প্রেমের বুকে অপ্রেম ঠিক কিভাবে থাকে মিশে ।।

