ভিন রাজ্য থেকে ডাক এসেছে যেতে হবে কাজে।
মাগো তোমায় ফোন করবো কাজের মাঝে মাঝে।
বাবা তুই সাবধানে যাস পৌঁছে করিস ফোন।
আমি আসছি তবে ভালো থেকো তুমি আর বোন।
পুজোর সময় এসে মা করবো এবার বাড়ি।
আসার সময়ে তোমাদের জন্য আনবো শাড়ি।
মাগো আমি কাজে যাচ্ছি ওরা মাইনে দেবে ভালো
এবারে দুঃখের দিন শেষ হবে দেখবে সুখের আলো।
অনেকদিনের স্বপ্ন ছিল করবো বাড়ি, নেবো গাড়ি
তাইতো আমি দিচ্ছি সবাইকে ছেড়ে ভিন্ন রাজ্যে পাড়ি।
এবারে মা দাও গো বিদায় হয়ে যাচ্ছে দেরি।
স্টেশনে যাবার জন্য এসে গেছে গাড়ি।
স্টেশনে পৌঁছে বসে পড়লাম করমন্ডল এক্সপ্রেসে।
এই ট্রেন পৌঁছে দেবে গন্তব্যের নির্দিষ্ট উদ্দেশ্যে।
মাগো আমি পৌঁছে গেছি স্টেশনে ওঠে গেছে ট্রেনে
এবারে তুমি ঘুমিয়ে যাও থেকো না টেনশনে।
উড়িষ্যা থেকে বালেশ্বরে পৌঁছাতেই বীভৎস আওয়াজে।
মনে হচ্ছিল আকাশ থেকে বিদ্যুৎ পড়েছে ট্রেনের কাছে।
হঠাৎ দেখি মেতে উঠেছে চারিদিক আর্তনাদের সুরে
ট্রেন থেকে কামরাগুলো ছিটকে পড়েছে দূরে।
সারা শরীর রক্তে ঢাকা অন্ধকার হয়ে চোখ গেলো বুজে।
চোখ দুটো তবুও কেমন শুধু আপন জনদের খোঁজে।
কান্নার রোল পড়ছে বলছে সবাই বাঁচাও মোদের এসে।
মাগো আমি পৌঁছে গেছি অন্ধকারে অভিশপ্ত দেশে ।।