এইদিন ওয়েবডেস্ক,ইসরায়েল,১৪ মে : সম্প্রতি ইসরায়েলি বাহিনী ৫ জন ফিলিস্তিনিকে যে জায়গায় গুলি করে মেরেছিল, সেই জায়গায় প্রস্রাব করলেন ইসরায়েলি ডানপন্থী নেতা চ্যানমেল ডরফম্যান (Chanamel Dorfman) । ডরফম্যান জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভিরের চিফ অফ স্টাফ(National Security Minister Itamar Ben-Gvir) পদে নিযুক্ত রয়েছে । ইসরায়েলের ওই চরম ডানপন্থী নেতার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ।
সংবাদমাধ্যমের রিপোর্টে জানা গেছে, সম্প্রতি উত্তর ইসরায়েলের নাজারেথ শহরে ৫ জন ফিলিস্তিনি জঙ্গিকে গুলি করে মারে ইসরায়েলি বাহিনী । চ্যানমেল ডরফম্যান ঘটনাস্থলে পৌঁছানোর সময় ইসরায়েলি নিরাপত্তাকর্মীরা তার সঙ্গে ছিলেন। পুলিশ অফিসার এবং স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থলে প্রস্রাব করতে শুরু করেন ।
সেই সময় আশপাশে উপস্থিত ফিলিস্থিনিরা ডরফম্যানের প্রস্রাব করার ভিডিও নিজেদের মোবাইল ক্যামেরায় রেকর্ড করে রাখেন । পরে ভিডিওগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হয় । স্থানীয় বাসিন্দাদের একজনকে ডরফম্যানের উদ্দেশ্যে বলতে শোনা গেছে,’লজ্জা করে না আপনার !’ সে চিৎকার করে বলে,’আপনি কি দেখতে পাচ্ছেন না যে আপনি কোথায় নিজেকে স্বস্তি দিচ্ছেন(প্রস্রাব করছেন) যখন আশেপাশে মহিলা এবং শিশুরা আছে ?’ সেই সময় ডরফম্যান দ্রুত তার নিরাপত্তা কর্মীদের কাছে ফিরে যান ।
একজন ইসরায়েলি কর্মকর্তার এহেন আচরণে নিন্দার ঝড় উঠেছে । বিশ্বে মুসলিম সমাজ ফিলিস্তিনিদের প্রতি বৈষম্যমূলক এবং বর্ণবাদী নীতির জন্য প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বে ইসরায়েলের ডানপন্থী জোট সরকারকে দায়ি করেছে ।।