আমিরুল ইসলাম,ভাতার(পূর্ব বর্ধমান),০২ জুন : বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হল এক শ্রমিকের । গুরুতর জখম হলেন আরও এক সাইকেল আরোহী । বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার বামশোর গ্রামের বাগদি পাড়ার কাছে বাদশাহী রোডে । পুলিশ জানিয়েছে,মৃত ব্যক্তির নাম গিয়াসউদ্দিন শেখ (৪৫) । বামশোর গ্রামেই তাঁর বাড়ি । একই গ্রামের বাসিন্দা শৈলেন রায় নামে ওই সাইকেল আরোহী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন । দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষনের জন্য বাদশাহী রোডে যানজটের সৃষ্টি হয় । পরে খবর পেয়ে ভাতার থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ।
জানা গেছে, গিয়াসউদ্দিন শেখ ঠিকাদারের অধীনে সড়ক পথ মেরামতির কাজ করতেন । অনান্য দিনের মত এদিন সকালেও যথারীতি তিনি কাজে যাচ্ছিলেন । বাদশাহী রোড ধরে পায়ে হেঁটে যাওয়ার সময় বাগদী পাড়ার কাছাকাছি এলে বর্ধমান থেকে নতুনহাটগামী একটি বেপরোয়া গতির লরি তাঁকে ধাক্কা দেয় । সেই সময় সাইকেলে চড়ে বাদশাহী রোড ধরে যাচ্ছিলেন বামশোর গ্রামের বাসিন্দা শৈলেন রায় । গিয়াসউদ্দিন শেখকে ধাক্কা দেওয়ার পর লরিটি শৈলেনবাবুর সাইকেলে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায় ।
জানা গেছে,লরির ধাক্কায় দু’জনেই ছিটকে পড়েন । গিয়াসউদ্দিন শেখ ছিটকে রাস্তার পাশে নয়ানজুলিতে গিয়ে পড়েন । ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় । গুরুতর জখম অবস্থায় রাস্তার উপরে পড়ে থাকেন শৈলেনবাবু । স্থানীয় গ্রামবাসীরা তাঁকে উদ্ধার করে ভাতার স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করে । পাশাপাশি ঘটনার প্রতিবাদে মৃত ব্যক্তির দেহটি সড়ক পথের উপর ফেলে রেখে বিক্ষোভ দেখাত শুরু করে দেয় ক্ষিপ্ত গ্রামবাসীরা । বিক্ষোভের জেরে বেশ কিছুক্ষনের জন্য বাদশাহী রোড অবরুদ্ধ হয়ে পড়ে । পরে ভাতার থানার পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে নিয়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক । মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ । পুলিশ জানিয়েছে, ঘাতক লরিটি ও লরির চালকের সন্ধান চালানো হচ্ছে ।।