এইদিন ওয়েবডেস্ক,মালদা,০২ জুন : সীমানা প্রাচীরের দখলকে কেন্দ্র করে এক দম্পতিকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশী পরিবারের বিরুদ্ধে । বুধবার সকালে ঘটনাটি ঘটেছে মালদা জেলার ইংরেজবাজার থানার কাজিগ্রাম অঞ্চলের মাধাপুর গ্রামে । আক্রান্ত দম্পতির নাম আবু হানিমা মোমিন (৪০) ও রাশিদা বিবি (৩০) । পরিবারের অনান্য সদস্যরা তাঁদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে । আক্রান্ত দম্পতির পরিবারের তরফে এনিয়ে প্রতিবেশী বাকশান মোমিনসহ ৬ জনের বিরুদ্ধে ইংরেজবাজার থানা লিখিত অভিযোগ দায়ের করেছে । অভিযুক্তদের সন্ধান চালাচ্ছে পুলিশ । তবে এদিন দুপুর পর্যন্ত গ্রেফতারির কোনও খবর নেই বলে জানা গেছে ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আবু হানিমা মোমিন ও বাকশান মুমিনদের পাশাপাশি বাড়ি । দুই বাড়ির মাঝে একটি সীমানা প্রাচীর রয়েছে । দুই পরিবারই প্রাচীরটি তাঁদের জায়গায় রয়েছে বলে দাবি করে । এনিয়ে দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে বিবাদ চলছিল । প্রাচীরের দখল নিয়ে প্রায়ই ঝামেলা বাধে । এদিন অশান্তি চরম আকার ধারন করে । প্রাচীরের জায়গাটি নিজের বলে দাবি করে বাকশান মমিনের পরিবারের লোকজন এদিন সকালে আবু হানিমা মোমিনের বাড়ির উঠোন দিয়ে যাতায়ত করতে গেলে দুই পরিবারের মধ্যে বচসা থেকে কার্যত খন্ডযুদ্ধ শুরু হয়ে যায় ।
আহত রশিদা বিবির অভিযোগ, ‘বাড়ির উঠোন দিয়ে ওরা চলাচল করছিল । আমরা শুধু নিষেধ করেছিলাম । সেই অপরাধে প্রতিবেশী বাকশান মোমিন, মাইনুল মোমিনের বাড়ির লোকজন হাঁসুয়া, ইঁট-পাটকেল নিয়ে আমার ও আমার স্বামীর উপর চড়াও হয় । আমার ডান হাতের কনুইয়ের কাছে হাঁসুয়ার কোপ বসিয়ে দেয় । সেই সঙ্গে আমার মাথা লক্ষ্য করে একটা আধলা ইঁট ছোড়ে । মাথা ফেটে যায় । আমি রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ি । ওদিকে আমার স্বামীকে হাঁসুয়া দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে ।’
জানা গেছে, আর্ত চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে । তারপর স্থানীয়দের সহায়তায় আক্রান্ত দম্পতির পরিবারের লোকজন তাঁদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে । পরে আক্রান্তের পরিবারের তরফ থেকে দম্পতিকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ তুলে বাকশান মোমিনসহ তাঁর পরিবারের ৬ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বাকশান মোমিন । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।।