দিব্যেন্দু রায়,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),১৫ জুন : আজ বৃহস্পতিবার মনোনয়ন জমা দেওয়ার অন্তিম দিনেও হিংসার ঘটনা ঘটেছে রাজ্যের বিভিন্ন জেলায় । পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের এক প্রবীণ কংগ্রেস নেতাকে বিডিও অফিসের দু’তলার সিড়ি থেকে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ উঠল শাসকদল তৃণমূল কংগ্রেসের লোকজনের বিরুদ্ধে । জগদীশ দত্ত (৭৩) নামে ওই কংগ্রেস নেতা বর্তমানে কাটোয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন । এমনকি কংগ্রেস প্রার্থীদের মনোনয়নপত্র কেড়ে মারধর করে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে । একই অভিযোগ তুলেছে সিপিএমও । যদিও মঙ্গলকোটের তৃণমূল কংগ্রেস বিধায়ক অপূর্ব চৌধুরী দাবি করেছেন,প্রার্থী খুঁজে না পেয়ে মিথ্যা অভিযোগ তুলছে বিরোধী দলগুলি ।
জানা গেছে,মঙ্গলকোটের মাজিগ্রামের বাসিন্দা প্রহৃত কংগ্রেস নেতা জগদীশ দত্ত দলের পঞ্চায়েত নির্বাচন কমিটির পূর্ব বর্ধমান জেলার চেয়ারম্যান পদে রয়েছেন । এদিন বিকেলে তিনি ১২ জন দলীয় প্রার্থীদের নিয়ে তিনি মঙ্গলকোট বিডিও অফিসে মনোনয়নপত্র জমা দিতে এলে অফিসের ভিতরেই তৃণমূলের লোকজন মারধর করে কাগজপত্র কেড়ে নিয়ে তাদের তাড়িয়ে দেয় । এমনকি জগদীশবাবুকে অফিসের দোতলায় সিড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ । যেকারনে তিনি গুরুতর জখম হন । তাঁকে কাটোয়া হাসপাতালে ভর্তি করতে হয় । পাশাপাশি মঙ্গলকোটের সিপিএমের প্রাক্তন বিধায়ক সাজাহান চৌধুরীর অভিযোগ, এদিন কয়েকজন দলীয় প্রার্থীকে নিয়ে নতুনহাটে বিডিও অফিসে মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন তিনি । কিন্তু তৃণমূলের লোকজনের বাধায় তারা মনোনয়ন জমা দিতেই পারেননি ।।