এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,২৩ জুলাই : এসএসসি নিয়োগ দূর্নীতি মামলায় শনিবার গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় । আর এই খুশিতে পথচলতি মানুষের মধ্যে মিষ্টি বিলি করলেন বাঁকুড়ার একদল যুবক । এদিন সকালে প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির খবর পেতেই বেশ কয়েকজন যুবককে পথে নেমে উল্লাসে ফেটে পড়েন । তাঁদের হাতে একটি করে প্লাকার্ড ছিল । প্লাকার্ড হাতে তাঁরা ‘পার্থ চোর,পরেশ চোর, তৃণমূলের সব চোর’, ‘চাকরি চোরদের ধিক্কার’ প্রভৃতি শ্লোগান দিতে থাকেন । পাশাপাশি তাঁরা পথচারী,বাইক আরোহীদের হাতে একটি করে লাড্ডু তুলে দেন ।
আনন্দ প্রকাশকারী যুবক অরূপ মণ্ডল বলেন, ‘চাকরি চোর অর্থাৎ রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আজ সকালে গ্রেফতার হয়েছেন । তাই সেই খুশিতে বাঁকুড়া শহরের শিক্ষিত বেকার যুবকরা এদিন চাঁদা তুলে পথচলতি মানুষকে মিষ্টি খাওয়াচ্ছি । এবার বাকি চাকরি চোরেরা গ্রেফতার হলে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা আসবে ।’।