নীল পাঠক,নন্দীগ্রাম(পুর্ব মেদিনীপুর),১৩ ডিসেম্বর : পূর্ব মেদিনীপুরের সরকারি বিদ্যালয়ের আংশিক সময়ের শিক্ষকরা সভা করলেন নন্দীগ্রামে । রবিবার এই সভার আয়োজন করা হয় টেঙ্গুয়া মোড়ের একটি সভাকক্ষে । চাকরির স্থায়ীকরনের পাশাপাশি ন্যাহ্য বেতন ও অবসরকালীন ভাতার দেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষকরা । তাঁরা জানিয়েছেন, এই তিনটি প্রধান দাবি নিয়ে আগামী ১৭ ডিসেম্বর সারা রাজ্যের প্রায় ১০ হাজার শিক্ষক নবান্ন অভিযান করবেন ।
সরকারি বিদ্যালয়ে প্রয়োজনের তুলনায় শিক্ষকের সংখ্যা কম থাকায় স্কুল কর্তৃপক্ষ আংশিক সময়ের শিক্ষক নিয়োগ করেন । সারা রাজ্যে এই শিক্ষকদের সংখ্যা প্রায় দশ হাজারের কাছাকাছি বলে জানা গেছে । আংশিক সময়ের শিক্ষকরা জানিয়েছেন, তাঁরা বছরের পর বছর প্রায় বিনা পারিশ্রমিকে পড়াচ্ছেন । মাসে মাত্র দেড়-দু-হাজার টাকা বেতন নিয়েই প্রায় স্থায়ী শিক্ষকদের মতোই তাঁদের দায়িত্ব পালন করতে হচ্ছে ।
পশ্চিমবঙ্গ বিদ্যালয় আংশিক সময়ের শিক্ষক সংগঠনের পূর্ব মেদিনীপুর জেলার সভাপতি পরিতোষ বেরা, সম্পাদক শুকদেব সাহু, সুবলচন্দ্র জানা, শ্রীপর্ণা মাইতি প্রমুখ বলেন, ‘বিদ্যালয়ের হাজার-হাজার আংশিক সময়ের শিক্ষকদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে হবে সরকারকে। বিদ্যালয় থেকে কোনওভাবে আমাদের কারওকে বিতাড়িত করা যাবে না। লকডাউনে স্কুল বন্ধ থাকায় এই সামান্য পারিশ্রমিকও দেওয়া বন্ধ করে দিয়ছে স্কুল। সরকারি শিক্ষা দপ্তর এমনকী মুখ্যমন্ত্রীর কাছেও বহুবার আবেদন করা হয়েছে আমাদের বিষয়টি নিয়ে ভাবার জন্য। কিন্তু কোনও সদুত্তর মেলেনি। আগামী ১৭ ডিসেম্বর তাই রাজ্যের প্রায় ১০ হাজার শিক্ষক নবান্ন অভিযান করব। সেই লক্ষ্যে আমাদের আজকের এই সভা। ’