নীল পাঠক,নন্দীগ্রাম(পুর্ব মেদিনীপুর),১৩ ডিসেম্বর : সারা বাংলা লোকপ্রসার শিল্পী কল্যাণ সমিতি
নন্দীগ্রাম-১ ব্লক কমিটির পক্ষ থেকে রবিবার নন্দীগ্রাম বিএমটি শিক্ষানিকেতন প্রাঙ্গণে অনুষ্ঠিত হল লোকশিল্পী সম্মেলন । অনুষ্ঠানের উদ্বোধন করেন ডঃ বাপ্পাদিত্য মাইতি। উপস্থিত ছিলেন সমিতির রাজ্য সম্পাদক পিন্টু সুর, প্রধান উপদেষ্টা রাহুল সেন, কেন্দ্র কমিটির সদস্য অর্চনা ধবল, ঈঅ্যান আইটিআই কলেজের কর্ণধার অঞ্জন ভারতী, নন্দীগ্রাম কমিটির অনিরুদ্ধ গোল, ইন্দ্রজিৎ অগস্তি, সহিব আলম সা প্রমুখ।
নন্দীগ্রাম এলাকার বহু লোকশিল্পী এই সম্মেলনে উপস্থিত হয়ে তাঁদের লোকশিল্প তুলে ধরেন। আগামীদিনে এই শিল্পের আরও প্রসারের লক্ষ্যে এই সংগঠন কাজ করার প্রতিশ্রুতি দেন। সারা বাংলার এই সংগঠনের নন্দীগ্রাম শাখার এটাই ছিল প্রথম সম্মেলন।