আমিরুল ইসলাম,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),৩০ মে : যাত্রীদের নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছিল একটি মারুতি গাড়ি । আচমকা ব্রেক কষে গাড়িটি দাঁড়িয়ে যাওয়ায় তার পিছনে এসে সজোরে ধাক্কা দিল একটি লরি । রবিবার দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার দাসগর গ্রামের কাছে বাদশাহী রোডে । দুর্ঘটনার জেরে মারুতির দুই আরোহী জখম হয় । আহতদের মধ্যে একজন শিশু রয়েছে । আহতরা কেতুগ্রাম থানার কাঁদড়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে । স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে মঙ্গলকোট ব্লক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা করে ।
স্থানীয় সুত্রে খবর, এদিন এক শিশুসহ ৫ যাত্রীকে নিয়ে বর্ধমান থেকে কেতুগ্রামের দিকে যাচ্ছিল মারুতি অলটো গাড়িটি । বাদশাহী রোড ধরে যাওয়ার সময় মঙ্গলকোটের দাসগর গ্রামের কাছে আসতেই গাড়িটির পিছনের ডান দিকের একটি চাকা পাংচার হয়ে যায় । গাড়ির চালক সঙ্গে সঙ্গে সজোরে ব্রেক কষে ।

জানা গেছে, এদিকে ওই গাড়ির ঠিক পিছনেই আসছিল একটি ১২ চাকার একটি লরি । মারুতি গাড়িটি আচমকা দাঁড়িয়ে যাওয়ায় লরিটি নিয়ন্ত্রন হারিয়ে গাড়িটির পিছনে সজোরে ধাক্কা দেয় । যার জেরে মারুতিতে থাকা এক শিশুসহ দুই যাত্রী জখম হয় । স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ।
দুর্ঘটনার জেরে বাদশাহী রোডে বেশ কিছুক্ষনের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায় । খবর পেয়ে দুর্ঘটনাস্থলে আসে মঙ্গলকোট থানার পুলিশ । পরে পুলিশ লরি ও মারুতি গাড়িটি রাস্তা থেকে সরানোর ব্যবস্থা করলে যান চলাচল স্বাভাবিক হয় ।।