আজিজুর রহমান,বর্ধমান,৩০ মে : ধর্ম যার যাই হোক না কেন,এই ’করোনা কালে’ দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কাজে ধর্ম কখনই বেড়া জাল হতে পারে না । সেই বাস্তব সত্যটাই রবিবার প্রমাণ করলেন এক মুসলিম পরিবারের বধূ ফজিলা বেগম। মানবিক হৃদয় নিয়ে তিনি এদিন পৌছে গেলেন পূর্ব বর্ধমানের গলসির গলিগ্রামের এক গৃহহীন অসহায় দরিদ্র ব্রাহ্মন পূজারীর অস্থায়ী আস্তানায় । তিনি ব্রাহ্মন পূজারী ত্রিপুরারী মুখোপাধ্যায়ের স্ত্রী আশাদেবীর হাতে তুলে দিলেন খাদ্য সামগ্রী ও আনাজপাতি । এমনকি আংশিক লকডাউনের কটা দিন যাতে তাঁদের বিপাকে পড়তে না হয় তার জন্যে ফজিলা বিবি নগদ আর্থিক সাহায্যও পূজারীর স্ত্রী হাতে তুলে দিলেন । ফজিলা বেগমের এমন কর্মকাণ্ড শুধু যে মানবিক দৃষ্টান্ত তৈরি করলো তা নয় , সম্প্রীতি নিদর্শনও তৈরি করলো বলে মনে করছেন গলসিবাসী ।
গলসির গলিগ্রামের পূজারী ত্রিপুরারী মুখোপাধ্যায়ের মাটির দেওয়াল আর খড়ের চালার বাড়িটি গত বছর ’আমফান’ ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়।এবছর ’ইয়াসের’ প্রভাবে হওয়া জড় বৃষ্টিতে বাড়িটি বসবাসের অযোগ্য হয়ে পড়েছে । স্ত্রী ও দুই নাবালক সন্তানকে নিয়ে ব্রাহ্মন পূজারী ত্রিপুরারী মুখোপাধ্যায় এখন এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন ।
যজমানি ও পুজো অর্চনা করে যে টুকু প্রণামি ও চাল,আলু মেলে তা দিয়েই পূজারীর পরিবারের দিন গুজরান হয় ।বর্তমানে আংশিক লকডাউনে পুজোর আয়োজনও আর হচ্ছে না ।এই পরিস্থিতিতে নিদারুন কষ্টে দিন কাটছে পূজাীর পরিবারের ।
পূজারীর পরিবারের এই দুর্দশার কথা জেনে ব্যাথিত হন গলসির রাইপুর গ্রামের বাসিন্দা জাহির আব্বাস মণ্ডল ও তাঁর স্ত্রী ফজিলা বেগম।তাঁরা দরিদ্র ব্রাহ্মন পূজারীর পরিবারের পাশে দাঁড়ানোর ব্যাপারে মনস্থির করেন । এদিন ফজিলা বেগম চাল,ডাল, তেল, সবান, আলু, পেঁয়াজ সহ অন্য খাদ্য সামগ্রী নিয়ে পৌছেযান ব্রাহ্মন পূজারীর অস্থায়ী আস্তানায় ।পূজারী ত্রিপুরারীবাবু সেই সময়ে যজমানি সারতে বেরিয়ে পড়েছিলেন । ফজিলা বেগম পূজারীর স্ত্রী আশাদেবীর হাতে খাদ্য সামগ্রী ও আর্থিক সাহায্য তুলেদেন । দরিদ্র হিন্দু ব্রাহ্মণ পরিবারের প্রতি এক মুসলিম মহিলার এমন সহৃদয়তা দেখে সাধুবাদ জানিয়েছেন গলিগ্রামের মানুষজন ।
আশাদেবী বলেন , ‘ফজিলা বেগম তাঁদের কাছে ঈশ্বের দূত সমান। তিনি এদিন যে ভাবে তাঁদের পাশে দাঁড়ালেন তা কোনদিনও ভোলার নয়। আজীবন ওনাদের কাছে কৃতজ্ঞ থাকবো “। ফজিলা বেগম জানিয়েছেন ,নাম কুড়ানোর জন্যে নয় । ব্রাহ্মণ পরিবারের দুরাবস্থার কথা জেনে তিনি ও তাঁর স্বামী খুবই ব্যাথিত হয়েছিলেন । তাই মানবিক ভাবেই এদিন ব্রাহ্মন পরিবারের পাশে দাঁড়িয়েছেন । আল্লাহ ওনাদের মঙ্গল করুন । ওনাদের দুঃখ কষ্ট যেন দূর হয়ে যায় ।।