এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,১৪ অক্টোবর : দুর্গাপ্রতিমা বিসর্জনের দিনেও বাংলাদেশের জিহাদিদের হাত থেকে রেহাই পেল না হিন্দুরা । রবিবার বাংলাদেশের রাজধানী শহর পুরান ঢাকার কয়েকটি পূজো মণ্ডপে প্রতিমা বিসর্জনের সময় স্থানীয় মুসলিমরা দুর্গাপ্রতিমা লক্ষ্য করে ব্যাপক ইঁট বৃষ্টি শুরু করে । নিরাপতার দায়িত্বে বাংলাদেশের সেনা ও পুলিশ থাকলেও তারা কার্যত নির্বাক দর্শকের ভূমিকা পালন করে বলে অভিযোগ । যেকারণে জিহাদিদের হামলার বিরুদ্ধে প্রতিমা বিসর্জনে আসা হিন্দুরা রুখে দাঁড়ায় । উলটে তাদের উপর ব্যাপক লাঠিচার্জ করে বাংলাদেশের সেনা ও পুলিশ । ইঁটের আঘাতে এবং সেনা ও পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন হিন্দু আহত হয়েছে । তাদের অধিকাংশ জনের মাথা ফাটে । আহতদের মিডফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে । আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে ।
জানা গেছে,রবিবার রাতে পুরানো ঢাকার তাঁতিবাজার, শাঁখারি বাজার প্রভৃতি এলাকার পূজোমণ্ডপের দুর্গাপ্রতিমা বিসর্জন ছিল । শোভাযাত্রা করে প্রতিমা নিয়ে যাওয়া হচ্ছিল । কিন্তু শোভাযাত্রাগুলি ঢাকার পাটুয়াটুলির নূর সুপার মার্কেটের পাশ দিয়ে যেতেই ভবনের ছাদ ও জানালা থেকে প্রতিমা লক্ষ্য করে ব্যাপক ইঁটবৃষ্টি শুরু করে স্থানীয় মুসলিমরা । যেকারনে শোভাযাত্রা সেখানেই দাঁড় করিয়ে প্রতিবাদ করে হিন্দুরা । কিন্তু ইঁটবৃষ্টি করা জিহাদিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের উপর ব্যাপক লাঠিচার্জ শুরু করে বাংলাদেশের সেনা ও পুলিশ । বাংলাদেশের সেনাবাহিনী ও পুলিশের এই প্রকার আচরণে হিন্দুদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে ।।