নীল পাঠক,নন্দীগ্রাম(পূর্ব মেদিনীপুর),১৮ ডিসেম্বর : শুভেন্দু অধিকারীর মন্ত্রিত্ব ত্যাগ ও পরে বিধায়ক পদের ইস্তফাপত্র পেশের পর দু’দিন দিন কেটে গেলেও দলবদলের বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি মেদিনীপুরের এই লড়াকু নেতা । এদিকে শনিবার মেদিনীপুর কলেজ মাঠে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মেগা শো রয়েছে । ওই সভায় বেশ কিছু যোগদানের কথা হাওয়ায় ভাসছে । তবে কি ওই দিনেই হতে চলেছে বঙ্গ রাজনীতির সব চেয়ে চর্তিত দলবদল ? শুভেন্দু কি অনুগামীদের নিয়ে অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগ দিতে চলছেন ? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বঙ্গ রাজনীতিতে । তবে তার আগে তৃণমূল বিধায়ক শুভেন্দু অধিকারীর বিধানসভা ক্ষেত্র নন্দীগ্রামে উদ্বোধন হয়ে গেল বিজেপির নতুন কার্যালয়ের । তৃনমুলের গড় হিসাবে পরিচিত নন্দীগ্রামের হরিপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় শুক্রবার বিজেপির নতুন কার্যালয়ের উদ্বোধন হওয়া যথেষ্ট তাৎপর্যপুর্ন বলে মনে করছে রাজনৈতিক মহল ।
নন্দীগ্রাম-১ নম্বর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েত এলাকার চৌমুখি বাসস্টপ লাগোয়া বিজেপির কার্যালয়টির নির্মান করা হয়েছে । কিছু দিন আগেও যেখানে বিজেপির কার্যত কোনও অস্তিত্বই ছিল না সেখানে কার্যালয়ের উদ্বোধন হওয়ায় আহ্লাদিত স্থানীয় বিজেপি নেতারা । এদিন কার্যালয়ের উদ্বোধন করতে আসা বিজেপির সাংগঠনিক তমলুক জেলার সহ-সভাপতি প্রলয় পালের চোখে-মুখে ছিল উচ্ছ্বাসের স্পষ্ট ছাপ ।
তিনি বলেন, ‘হরিপুরে বিজেপির কোনও অস্তিত্বই ছিল না। কিন্তু আজ গোটা এলাকা বিজেপির পতাকায় ছেয়ে গেছে । আর এই জায়গাতেই আজ বিজেপির নতুন কার্যালয়ের উদ্বোধন করা হল । এটা স্পষ্ট যে, নন্দীগ্রাম থেকে তৃণমুলকে সরানো শুধু সময়ের অপেক্ষা ।’ পাশাপাশি তিনি জানিয়েছেন, শনিবার পশ্চিম মেদিনীপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাতে নন্দীগ্রাম থেকে সমর্থকদের নিয়ে যাওয়ার জন্য ৫০টি বাস ভাড়া করা হয়েছে ।
শুধু প্রলয়বাবুই নয় কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়া বিজেপির নন্দীগ্রাম-১ উত্তর মণ্ডল সভাপতি গৌতম দাস, মহিলা মোর্চার সভানেত্রী মামনী জানা’র চোখে মুখে এদিন খুশির স্পষ্ট ছাপ লক্ষ্য করা যায় । তাঁদের কথায়, ‘২০২১-শের নির্বাচনে বাংলায় পরিবর্তনের পরিবর্তন হতে চলেছে ৷’।