এইদিন ওয়েব ডেস্ক,নন্দীগ্রাম, ২১ নভেম্বর : নন্দীগ্রামে জোর ধাক্কা খেল শাসকদল ৷ তৃনমুল শাসিত পঞ্চায়েতের প্রধান,উপপ্রধান যোগ দিলেন গেরুয়া শিবিরে । নন্দীগ্রাম-২ নম্বর ব্লকের ১ নম্বর বয়াল গ্রাম পঞ্চায়েতের প্রধান পবিত্র কর এবং উপ প্রধান বিশ্বজিৎ ভূইয়া শুক্রবার কলকাতায় গিয়ে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেছেন । তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।
কিন্তু কেন দলবদল ? এর উত্তরে পবিত্র কর বলেন, ‘তৃণমূলের নীতি আর্দশ ভাল না লাগায় বিজেপিতে যোগদান করলাম। পশ্চিমবঙ্গে গণতন্ত্র ফেরাতে বিজেপিকে দরকার।’ পাশাপাশি তিনি জানিয়েছেন, তাঁদের সঙ্গে নন্দীগ্রামের ১৭টি অঞ্চলের তৃণমূলের বহু বুথ সভাপতি সহ কর্মী সমর্থকরাও বিজেপিতে যোগদান করেছেন। আগামী দিনেও আরও বহু কর্মী সমর্থক বিজেপিতে যোগদান করবেন বলে দাবি তাঁর । এদিকে তৃনমুল শাসিত পঞ্চায়েতের প্রধান ও উপ-প্রধান একই সঙ্গে বিজেপিতে যোগদান করায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায় ।