এইদিন ওয়েবডেস্ক,ভাতার,২০ নভেম্বর: মুর্শিদাবাদ জেলা থেকে ধানকাটার কাজে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার মুরারিপুর গ্রামে এক কৃষকের বাড়িতে আসেন ৬ শ্রমিক। কিন্তু ৫ দিন কাজ করিয়ে ওই কৃষক তাদের মজুরি দিচ্ছিলেন না বলে অভিযোগ। শুক্রবার সকালে এনিয়ে ভাতার থানার দ্বারস্থ হয় শ্রমিকের ওই দলটি । শেষে পুলিশের হস্তক্ষেপে মজুরির টাকা ফিরত পেলেন ওই শ্রমিকরা ।
জানা যায়, ভাতার থানার মুরারিপুর গ্রামের বাসিন্দা সুভাষ রায় নামে এক কৃষকের কাছে মুর্শিদাবাদ জেলার ৬ শ্রমিক ধানকাটার কাজে আসেন। তারা ৫ দিন কাজ করেন।

শ্রমিকদের মধ্যে হাসিবুল শেখ,লাল্টু শেখ,হাসেম আলিরা বলেন, “আমাদের সঙ্গে দৈনিক ৪৪০ টাকা করে মজুরির কথা হয়েছিল। কিন্তু ৫ দিন কাজ করার পর ওই কৃষক জানান হয় মজুরি কম নিতে হবে তা নাহলে প্রতিদিন দ্বিগুন কাজ করতে হবে । আমরা রাজি হইনি । তাই বাড়ি ফিরে যেতে চাইছিলাম। কিন্তু তিনি আমাদের মজুরি আটকে রাখেন। বাধ্য হয়ে থানায় জানাই। “
পুলিশ সূত্রে জানা গিয়েছে শ্রমিকদের কাছে ঘটনার কথা শুনে মুরারিপুর গ্রামের ওই কৃষককে তলব করা হয়। তিনি এদিন বিকেলে থানায় এসে শ্রমিকদের পাওনা টাকা মিটিয়ে দেন। যদিও এনিয়ে লিখিত অভিযোগ দায়ের হয়নি বলে পুলিশ সূত্রে জানা যায়।।