প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১১ মে : মোটর বাইক থেকে পড়ে ট্যাঙ্কারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল বাবার । বরাতজোরে রক্ষা পেলেন ছেলে । মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে জিটি রোডে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার রসুলপুর রেলগেট সংলগ্ন এলাকায় । মৃতের নাম কাশিনাথ চৌধুরী(৫৯) । তাঁর বাড়ি পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার আঝাপুর গ্রামে । খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে আনে মেমারি থানার পুলিশ । পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ মর্গে পাঠানো হয় । পুলিশ ঘাতক ট্যাঙ্কারটি আটক করার পাশাপাশি চালককে গ্রেপ্তার করেছে । পুলিশ জানিয়েছে, ধৃতের নাম রবীন্দ্র যাদব । সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশ এদিনই ট্যাঙ্কার চালককে পেশ করে বর্ধমান আদালতে ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জামালপুর থানার আঝাপুর গ্রামের বাসিন্দা কাশিনাথ চৌধুরীর বর্ধমানের একটি স্কুলে শিক্ষকতা করতেন । এদিন সকালে ছেলে অর্ণবের সঙ্গে বাইকে চেপে কাশিনাথ বাবু তাঁদের গন্তব্যে যাচ্ছিলেন । জিটি রোডে মেমারির রসুলপুর রেলগেট সংলগ্ন এলাকায় হাম্প পেরিয়ে যাওয়ার সময়ে বাইক চালক অর্ণব নিয়ন্ত্রণ হারান । তার জেরে চলন্ত বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যান কাশীনাথ বাবু ও তাঁর ছেলে অর্ণব । তখনই পিছন দিক থেকে আসা সোয়াবিন তেল বোঝাই একটি ট্যাঙ্কার কাশিনাথ চৌধুরীকে পিষে দেয় । অর্ণব বরাতজোরে রক্ষা পেয়ে যান ।ঘটনাস্থলেই কাশিনাথ বাবুর মৃত্যু হয় । শিক্ষকের এমন মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার পরিজন ও গ্রামবাসীরা ।।