প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১৮ জুলাই : গাড়ি চালানোর সময়ে চালকের চোখ ঘুমে ঢুলুঢুলু হলেই গাড়িতে থাকা ’ডিভাইস’ বার্তা পাঠাবে সার্ভারে । সঙ্গে সঙ্গেই সেখান থেকে চালকের সঙ্গে যোগাযোগ করে তাঁকে সতর্ক করা যাবে । এমনকি দুর্ঘটনা রোখার জন্য পুলিশও ’জিপিএস’ প্রযুক্তির মাধ্যমে মুহূর্তের মধ্যে ডিভাইস বসানো ওই গাড়ির সঙ্গে যোগাযোগ করতে পারবে । এখন শুধুমাত্র সেনাবাহিনীর কিছু গাড়িতে ওই ’ডিভাইস’ ব্যবহার হয় । তবে পুলিশ গড়ির দুর্ঘটনায় পড়া রুখতে এবার ’নোভাস অ্যাওয়ার’ নামে ওই ডিভাইস বসানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ।প্রথম পর্যায়ে পরীক্ষা মূলক ভাবে জেলা পুলিশের দুটি গাড়িতে ওই ’ডিভাইস’ বসানো হবে।যে গাড়ি দুটিতে ওই ’ডিভাইস’ বসানো হবে সেই গাড়ি দুটি জেলা পুলিশ দূরের কোনও এলাকায় বা ভিন রাজ্যে তদন্তে যাওয়ার সময়ে ব্যবহার করে থাকে।
জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে ,২০২০ সালের ১১ সেপ্টেম্বর ভোরে হুগলির দাদপুরে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় কলকাতা পুলিশের প্রথম মহিলা ওসি দেবশ্রী চট্টোপাধ্যায়ের।এই দুর্ঘটনা নিয়ে পুলিশ তদন্তে নেমে জানতে পারে ,এক টানা গাড়ি চালিয়ে দেবশ্রীর গাড়ির চালকের চোখে ঘুম এসে গিয়েছিল।চালক গাড়ি নিয়ে সজোরে ধাক্কা মেরে বসে সড়ক পথে দাঁড়িয়ে থাকা এক ট্রাকের পিছনে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল দেবশ্রীর নিরাপত্তারক্ষী এবং গাড়ি চালকের। এই ঘটনা গোটা পুলিশ মহলকে ভাবিয়ে তোলে।তার পর থেকেই পুলিশ গাড়ির এমন দুর্ঘটার কবলে পড়া রুখতে বিশেষ কোন ’ডিভাইস’ বসানো নিয়ে চিন্তা ভাবনা শুরু হয় ।
মাস সাত-আট আগে ’নোভাস অ্যাওয়ার’ নামে ওই ডিভাইস-এর কথা প্রথম পুলিশ সুপারকে জানিয়েছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কল্যাণ সিংহরায়। তার পরে, পুলিশ সুপার কামনাশিস সেন ওই ‘ডিভাইস’ সম্পর্কে খোঁজখবর নেওয়া শুরু করেন। পুলিশ সূত্রে আরো জানা গিয়েছে, ওই ডিভাইসটির নির্মাতা একটি বহুজাতিক সংস্থ । ডিভাইসটি কেনা এবং তা একটি গাড়িতে বসানো পর্যন্ত মোট ৪০-৫০ হাজার টাকা খরচ হবে। এখন পরীক্ষামূলক ভাবে জেলা পুলিশের দুটি গাড়িতে ওই ডিভাইস বসানোর সিদ্ধান্ত হয়েছে।পরবর্তী সময়ে জেলা পুলিশের ১৭৮ টি চারচাকা গাড়ি ও ১২ টি প্রিজ়ন ভ্যানের বিষয়ে ভাবনাচিন্তা করা হবে,এমনটাই পুলিশ সূত্রে খবর।
গাড়িতে বসানো থাকা ডিভাইসটি কিভাবে
কাজ করবে তার ব্যখ্যাও দিয়েছেন গুরুগ্রামের প্রযুক্তি বিশেষজ্ঞ পঙ্কজ শর্মা । তিনি যানান, ডিভাইসটি বসাতে হবে গাড়ির এমন এক জায়গায় যেখান থেকে চালকের চোখের পাতার নড়াচড়া ওই ডিভাইসে সহজে ধরা পড়ে। রাতে দীর্ঘক্ষণ গাড়ি চালানোর সময় অনেক চালকের চোখের পাতা লেগে আসে। চোখের পাতার নড়াচড়া অস্বাভাবিক হলেই তার ভিডিয়ো উঠে যাবে ওই ডিভাইসে । সঙ্গে সঙ্গে সেই ভিডিয়ো পৌঁছে যাবে সার্ভারে। সেখান থেকে চালকের সঙ্গে যোগাযোগ করে তাঁকে সতর্ক করা হবে। পঙ্কজ আরো জানান,জিপিএস প্রযুক্তির মাধ্যমে ওই ডিভাইস বসানো গাড়ির সঙ্গে মুহূর্তেই যোগাযোগ করতে পারবে পুলিশ স্টাফরা ।
পুলিশ সুপার কামনাশিস সেন জানিয়েছেন,
এই রাজ্য তো বটেই,দেশের মধ্যেও পূর্ব বর্ধমান জেলা পুলিশ প্রথম ওই যন্ত্রের ব্যবহার করতে চলেছে ।’।