এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২৬ নভেম্বর : প্রকাশ্যে পুলিশকে গালাগালি দেওয়া ও ধাক্কাধাক্কি করার অভিযোগে দিল্লির ওখলার প্রাক্তন কংগ্রেস বিধায়ক আসিফ মহম্মদ খানকে গ্রেফতার করা হয়েছে । একই সঙ্গে তার দুই সহযোগী মিনহাজ ও সাবিরকে আটক করা হয়েছে। অন্য আসামিদের সন্ধানে পুলিশ তল্লাশি অভিযান চালাচ্ছে । জানা গেছে,দিল্লির মুসলিম অধ্যুষিত জামিয়া নগরে রাস্তার পাশে একটি ভবনের সামনে দাঁড়িয়ে হাতে একটি হ্যান্ড মাইক নিয়ে চিৎকার করে বক্তব্য রাখছিলেন আসিফ মহম্মদ খান । স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর দিল্লি পুলিশের এক আধিকারিক সেখানে গিয়ে তাঁকে চিৎকার করতে নিষেধ করেন । সেই নিষেধ উপেক্ষা করে আসিফ ওই পুলিশ আধিকারিককে গালাগালি দিতে শুরু করেন । সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ।
ভিডিওতে দেখা গেছে ওই পুলিশ আধিকারিক আসিফকে অনুরোধ করেন,’স্যর চলুন,এভাবে বক্তব্য রাখার অনুমতি নেই ।’তখন আসিফকে বলতে শোনা যায়, ‘অনুমতি? চল,ভাগ্ ।’ এরপর পুলিশকে তিনি ধাক্কা দেন । পুলিশ আধিকারিকের উদ্দেশ্যে আসিফ মহম্মদকে উত্তেজিত হয়ে আরও কিছু বলতে শোনা যায় । তবে সমর্থকদের হাততালি আর উল্লাসের কারনে সেই সমস্ত কথা শোনা যায়নি । কিন্তু একটা কথা স্পষ্ট শোনা গেছে । সেখানে আরিফকে বলেছেন, ‘সালে,তোর মত কত পুলিশ অফিসারকে সোজা করে দিয়েছি ।’ তুই আমায় শেখাবি? যা চলে যা শালা । এই মুসলিম এলাকাকে লুটছিস তোরা । বলছে আবার এই সব করার অনুমতি নেই । শালে……….।’
এরপর আসিফ মহম্মদ খানের সমর্থকদের ওই পুলিশ আধিকারিককে ধাক্কাধাক্কি করতে দেখা গেছে । জানা গেছে,ওই পুলিশ আধিকারিক হলেন দিল্লি পুলিশের সাব-ইন্সপেক্টর অক্ষয় । ঘটনার পর তিনি আসিফ খানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৮৬ এবং ৩৫৩ ধারায় একটি মামলা রজু করেন । এরপরেই গ্রেফতার করা হয় কংগ্রেসের প্রাক্তন বিধায়ককে । তবে এই প্রথম নয়,এর আগেও প্রকাশ্যে দাদাগিরি করতে দেখা গেছে আসিফ খানকে । গত বছরের এই সময়েই কংগ্রেস দলের ব্যানার এবং পোস্টার খুলে ফেলায় ৪ যুবককে মোরগ বানিয়ে লাঠি দিয়ে পিটিয়েছিলেন আসিফ ।।