দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),৩০ নভেম্বর : প্রতিবন্ধী শংসাপত্র পাইয়ে দেওয়ার নামে আর্থিক প্রতারণার অভিযোগে দুই দালালকে গ্রেফতার করল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার পুলিশ ৷ ধৃতরা হলেন শহরের ঘুটকিয়া পাড়ার বাসিন্দা গোপাল দাস এবং কাটোয়ার হরিপুর গ্রামের বাসিন্দা বাসুদেব দাস । বুধবার তাদের এলাকা থেকেই গ্রেফতার করা হয় বলে জানা গেছে ।
মঙ্গলকোটের খুর্তুবা গ্রামের বাসিন্দা আইনাল সেখ ও কাটোয়া থানার গাঙ্গুলিডাঙা গ্রামের বাসিন্দা মানোয়ারা বিবির অভিযোগ প্রতিবন্ধী শংসাপত্রের জন্য প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার পরের তাঁরা প্রতিবন্ধী সার্টিফিকেট পাচ্ছিলেন না । সেই কারনে তাঁরা গোপাল দাস ও বাসুদেব দাসের কথামতো তাদের ৪০০-৫০০ টাকা করে দিয়েছিলেন । মানোয়ারা বিবির দাবি, তিনি মোট এক হাজার টাকা দিয়েছিলেন গোপালের হাতে । অথচ টাকা দিয়েও শংসাপত্র পাচ্ছিলেন না । সেই কারনে এদিন ফের কাটোয়া হাসপাতালে আসেন । তখন দুই দালাল তাঁকে শংসাপত্র নেওয়ার লাইনের ভিতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে । আর তখনই লাইনে দাঁড়িয়ে থাকা অনান্যদের সঙ্গে অশান্তি বেধে যায় ৷
জানা গেছে,লাইনে দাঁড়িয়ে থাকা অনান্যদের সঙ্গে দুই দালালের ঝামেলার মাঝে টাকা নেওয়ার কথা ফাঁস করে দেন মানোয়ারা বিবি । আর তখন এনিয়ে ব্যপক শোড়গোল পড়ে যায় হাসপাতাল চত্বরে । খবর পেয়ে পুলিশ ছুটে আসে । পুলিশ দুই দালালকে আটক করে থানায় নিয়ে যায় । পরে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয় ।
কাটোয়া মহকুমা হাসপাতালের সুপার ডাঃ সৌভিক আলম বলেন,’প্রতিবন্ধী শংসাপত্র বিনামূল্যে পাওয়া যায় । এজন্য কোনো টাকা পয়সা লাগে না । প্রতিবন্ধী শনাক্তকরন শিবিরে পরীক্ষার পর তবেই শংসাপত্র দেওয়া হয় ।’।